স্টাফ রিপোর্টারঃ প্রকাশিত হলো তরুণ লেখক ঋতুরাজ ভৌমিকের নতুন বইয়ের সিরিজ ‘এরাউন্ড দ্য ওয়ার্ল্ড উইথ ঋতুরাজ, পার্ট- ১ এবং ২’। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ‘অদম্য প্রকাশ’ প্রকাশনী থেকে প্রকাশিত হয় বই দুইটি। ইংরেজির পাশাপাশি বাংলা ভাষাতেও বইগুলো পাঠের সুযোগ পাবেন পাঠকরা।
মূলত বিশ্বের বিভিন্ন দেশের ভ্রমণকাহিনী তুলে ধরা হয়েছে বইগুলোতে। প্রতিটি বইতে ৫ টি করে মোট ১০ টি দেশের ভ্রমণকাহিনী সম্পর্কে বিশদ বর্ণনা পাওয়া যাবে বইগুলোতে যা পাঠকদের জ্ঞানের খোরাক মেটানোর পাশাপাশি বিভিন্ন দেশের মজার সব সংস্কৃতি সম্পর্কে জানতে সাহায্য করবে।
বর্তমানে এ সিরিজের প্রায় ১ হাজারটি বই বিক্রি হয়েছে এবং বইগুলো পড়ার পর পাঠকদের মাঝেও বেশ উৎফুল্লতা লক্ষ্য করা যায়। বিশেষ করে শিশুদের মধ্যে এ আমেজ ছিল সবচেয়ে বেশি। বই পড়ার পর লেখককে শভেচ্ছা বার্তা পাঠাতেও ভুলেননি তারা।
এর আগে ‘গুড উইল ফ্যাক্টরি, পার্ট- ১ ও ২’ নামে দুইটি বই লিখে বিশ্বের সর্বকনিষ্ঠ সিরিজ বই লেখক হিসেবে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখান ঋতুরাজ ভৌমিক। পাশাপাশি প্রথম বইয়ের জন্য ‘রকমারি বেস্ট সেলার বুক রাইটার এওয়ার্ড’ অর্জন করেন তিনি। পাশাপাশি ২০২৩ সালে রাইটিং ক্যাটাগরিতে ‘শেখ রাসেল এওয়ার্ড’ জিতেন ঋতুরাজ।
এ প্রসঙ্গে ঋতুরাজ ভৌমিক বলেন, “নতুন দুইটি বই লিখতে পেরে আমি খুবই খুশি। পাঠকদের কাছ থেকেও আমি খুব ভালো সাড়া পাচ্ছি যা আমাকে আগামীতেও বই লিখতে অনুপ্রেরণা যোগাবে। বাংলা এবং ইংরেজি দুই ভাষাতেই বইগুলো পাওয়া যাবে এবং আমি বিশ্বাস করি বইগুলো পড়ে পাঠকরা অনেক কিছু শিখতে পারবেন।”
এ প্রসঙ্গে ঋতুরাজ ভৌমিকের পিতা শুভাশীষ ভৌমিক বলেন, “বাবা হিসেবে ব্যাপারটা আমার জন্য খুবই আনন্দের। কারণ আমার নিজের এখনো পর্যন্ত কোনো বই বের না হলেও আমার ছেলের ৪ টি বই বের হয়েছে। সে গত ২ বছর ধরে রাইটিং স্কিল উন্নয়নের জন্য প্রশিক্ষণ নিচ্ছে। আশা করি আগামীতেও সে এই ধারাবাহিকতা ধরে রাখার চেষ্টা করবে।”
Design & Developed By: ECONOMIC NEWS