মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ০১:৩২ অপরাহ্ন

চুয়াডাঙ্গায় ১২০ টাকায় পুলিশে চাকরি পেল ২৮ তরুণ-তরুণী

মোঃ আব্দুল্লাহ হক
  • আপডেট : রবিবার, ২৪ মার্চ, ২০২৪

নিজস্ব প্রতিনিধিঃ চুয়াডাঙ্গায় ১২০ টাকায় পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে চাকরি পেলো ২৮ তরুণ তরুণী, শনিবার (২৩ মার্চ) রাত ০৯ টায় চুয়াডাঙ্গা পুলিশ লাইন্স ড্রিলশেডে নতুন চাকরি পাওয়া এই তরুণ-তরুণীদের পরীক্ষার চূড়ান্ত ফল ঘোষণা করেন নিয়োগ বোর্ডের সভাপতি চুয়াডাঙ্গার পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান, নিয়মতান্ত্রিক উপায়ে নিজ মেধা ও যোগ্যতায় বাংলাদেশ পুলিশের গর্বিত সদস্য হওয়ার জন্য নির্বাচিত হতে পেরে খুশিতে আত্মহারা হয়ে পড়েন চুয়াডাঙ্গার তরুণ-তরুণ ও অভিভাবকরা।

চুয়াডাঙ্গা জেলা পুলিশ থেকে জানানো হয় যে শতভাগ মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে চুয়াডাঙ্গায় পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদের নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে প্রাথমিকভাবে মনোনীত হয়েছেন জেলার ২৮জন তরুণ-তরুণী। নিয়োগের সকল প্রক্রিয়া মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার সাথে সম্পন্ন করা হবে মর্মে জেলা পুলিশ, চুয়াডাঙ্গার পক্ষ থেকে স্থানীয় পত্রিকা/ফেসবুকে প্রকাশের মাধ্যমে চাকরী প্রত্যাশীদের বারবার সচেতন করা হয়। নিয়োগ বোর্ডের সভাপতি ও পুলিশ সুপার, চুয়াডাঙ্গা জনাব আর এম ফয়জুর রহমান, পিপিএম-সেবা মহোদয় চাকরী প্রত্যাশীদের প্রতারক/দালালদের শরণাপন্ন না হওয়ার জন্য পরামর্শ প্রদান করেন। চূড়ান্তভাবে মনোনীত প্রার্থীদের চাকরি প্রাপ্তির সকল প্রক্রিয়া সম্পন্ন করতে সরকারি ফি বাবদ খরচ হয়েছে ১২০ টাকা। 

চুয়াডাঙ্গা জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি)পদে গত ২০ ফেব্রুয়ারি ২০২৪ সকাল ০৮:০০ ঘটিকা হতে নিয়োগ কমিটি ১ম ধাপে চাকুরী প্রার্থীদের মধ্য থেকে Physical Endurance Test (PET) কাগজপত্র যাচাই-বাছাই, শারীরিক মাপ, শারীরিক সক্ষমতা ও আনুষঙ্গিক পরীক্ষা-নিরীক্ষা শেষে ৩০১জন প্রার্থীকে নিয়োগ প্রক্রিয়ার পরবর্তী ধাপ অর্থাৎ লিখিত পরীক্ষার জন্য মনোনীত করেন। গত ১৬ মার্চ ২০২৪ খ্রিঃ রোজ শনিবার সরকারি আদর্শ মহিলা কলেজ, চুয়াডাঙ্গায় প্রাথমিক বাছাইকৃত ৩০১জন প্রার্থী লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেন। তন্মধ্যে ৬৬জন প্রার্থী লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়।

২৩ মার্চ ২০২৪ লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৬৬জন প্রার্থী মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করেন। নিজেদের মেধা ও যোগ্যতার স্বাক্ষর রেখে সাধারণ কোটায় (পুরুষ) ১৬ জন, সাধারণ কোটা (নারী) ০৪ জন, মুক্তিযোদ্ধা কোটা (পুরুষ) ০৫ জন, পুলিশ পোষ্য কোটা (পুরুষ) ০২জন, আনসার ও ভিডিপি কোটা (পুরুষ) ০১জন, সর্বমোট ২৪ জন পুরুষ এবং ০৪ জন নারীসহ সর্বমোট ২৮ জন প্রার্থী নিয়োগ বোর্ড কর্তৃক চূড়ান্তভাবে নির্বাচিত হয়। নিয়োগ বোর্ডের সভাপতি চুয়াডাঙ্গার পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান চূড়ান্তভাবে উত্তীর্ণ ২৮জন তরুণ-তরুনীকে জেলা পুলিশের পক্ষ থেকে ফুল দিয়ে অভিনন্দন ও বাংলাদেশ পুলিশে স্বাগত জানান। এসময় তিনি বলেন জেলা পুলিশের গোয়েন্দা শাখা, বিশেষ শাখা ও থানা পুলিশ সদা সচেষ্ট ছিল যেন চাকরী প্রত্যাশী বা তাদের পরিবার যেন কোন প্রতারণার ফাঁদে পা না দেয় এবং প্রতারিত না হয়।

দুরন্ত ফলাফল ঘোষণাকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রিয়াজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্); মোঃ নাজিম উদ্দিন আল আজাদ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ),মোঃ কামরুল আহসান, দেবাশীষ কর্মকার,সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2025 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS