মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫, ০২:৪৬ অপরাহ্ন

স্বামীর সঙ্গে মাহির আনুষ্ঠানিক বিচ্ছেদ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : রবিবার, ১৭ মার্চ, ২০২৪

স্বামী রকিব সরকারের সাথে আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ হয়ে গেছে বলে জানিয়েছেন ঢাকাই সিনেমার নায়িকা মাহিয়া মাহি। সম্প্রতি গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে একথা জানান তিনি।

এর আগে, গেল ফেব্রুয়ারির ১৬ তারিখ রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিও দিয়ে বিচ্ছেদের ঘোষণা দেন অভিনেত্রী। তবে ঠিক কী কারণে তাদের বিচ্ছেদ হয়েছে, সে বিষয়ে স্পষ্ট কিছু জানাননি তিনি।

সাক্ষাৎকারে রকিব সরকার প্রসঙ্গে মাহি বলেন, ‘আমি রকিবের সম্পর্কে কোনো নেগেটিভ কথা বললে নিজেই আয়নার সামনে দাঁড়াতে পারব না। আমরা দুজনেই এ সম্পর্কটা টিকিয়ে রাখার চেষ্টা করেছি। তবে যখন দেখেছি লাভ হচ্ছে না, তখন চেষ্টা ছেড়ে দিয়েছি। এক সঙ্গে থেকে তিক্ত হওয়ার চেয়ে বন্ধুত্বটা থাকা ভালো।’

এ সময় অভিনেত্রী আরও বলেন, রকিবের সাথে আমার নিয়মিত কথা হয়। ফারিশের বিষয়ে কথা হয়, ফারিশের কী প্রয়োজন সেসব বিষয়ে কথা  হয়। আমাদের সম্পর্ক নেই; কিন্তু ও ফারিশের ব্যাপারে এতটা কেয়ারিং, আমার মনে হয় পৃথিবীতে এমন বাবা পাওয়াটা খুব টাফ।’

পুরো সাক্ষাৎকারে রকিবের প্রসংশায় পঞ্চমুখ ছিলেন মাহি। নিজের রাজনৈতিক জীবন নিয়ে অভিনেত্রী বলেন, আমি জীবনে যতটুকু রাজনৈতিক অর্জন করেছি, তার পুরোটাই ওর (রকিব সরকার) জন্য। একটা পোস্টার থেকে শুরু করে রাজনৈতিক যেকোনো কিছু ও এত সুন্দর করে সব গুছিয়ে দিয়েছে আমাকে, একা হলে কখনোই পারতাম না। এর পেছনে সব কৃতিত্বই রকিবের। ও মানুষটা অনেক ভালো, এই তিনটা বছর আমি তাকে কাছ থেকে দেখেছি। কিন্তু আমার প্যাটার্ন এবং ওর প্যাটার্ন আলাদা, দ্যাটস ইট।

বিভিন্ন সময়ে রকিবের দেয়া স্ট্যাটাস প্রসঙ্গে মাহি বলেন, ‘রকিব স্ট্যাটাস দিয়েছে, মানুষ এটা নিয়ে আমাকে খোঁচাখুঁচি করেছে। ওর খুব মাথা গরম। রাগের মাথায় অনেক কিছু ও বলে ফেলে, লিখে ফেলে। তবে যে মানুষটা আমার জন্য এতো কিছু করেছে, তাকে নিয়ে একটা নেগেটিভ কথা বললে আমি নিজেই আয়নার সামনে দাঁড়াতে পারব না।’

এ সময় মাহি নিজের স্ট্যাটাস প্রসঙ্গে বলেন, আমি শিল্পী মানুষ, আমার লিখতে ভালো লাগে। আমি ভালোবাসার গান শুনলে রোমান্টিক হয়ে যাই। আবার দুঃখের গান শুনলে স্যাড হয়ে যাই। আমার কোনো কিছু ভালো লাগলেই আমি ফেসবুকে শেয়ার করি। আমি আসলে কোনো আস্থা খুঁজে পাইনি, কোনো ঠিকানাও খুঁজে পাইনি।

দীর্ঘ বিরতির পর আবারো কাজে ফিরেছেন তিনি। মাহি বলেন, এরই মধ্যে কাজ শুরু করে দিয়েছেন তিনি।

অভিনেত্রীর ভাষ্য, ২০২৪ থেকে যত সিনেমা করবেন, সবই হবে ভালো ভালো প্রজেক্টের। কোনো সাধারণ প্রজেক্টে কাজ করবেন না তিনি। মাহি এখন শূন্য থেকে শুরু করতে চান। আগের মতো জনপ্রিয় বা তার চেয়েও বেশি জনপ্রিয়তায় নিয়ে যেতে চান নিজেকে। কাজের বিষয়ে খুবই সিরিয়াস তিনি।

রাজনীতির বিষয়ে অভিনেত্রী জানান, ‘আমি নির্বাচিত হলে আমার নির্বাচনী এলাকাতেই থাকব। এলাকার মানুষ আমাকে পাবে না, আমি কাজে চলে যাব, তা যাতে না হয়, সে জন্যই আমি নির্বাচনী এলাকায় যাওয়ার কথা বলেছিলাম। তবে যেহেতু আমি নির্বাচিত হইনি, তাহলে আমার প্রফেশন তো সিনেমা, আমার রুটি-রুজি। আমি যদি কাজ না করি, তাহলে আমি মানুষের সেবা করব কীভাবে? সে কারণে এখান থেকে আমি কাজ করব, পাশাপাশি এলাকার মানুষের সেবা করব। দুটোই সমানতালে চলবে।’

প্রসঙ্গত, মাহি ২০২১ সালের ১৩ সেপ্টেম্বর গাজীপুরের ব্যবসায়ী রকিব সরকারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। এটি ছিল চিত্রনায়িকা মাহির দ্বিতীয় বিবাহ। এই দম্পতি ২০২৩ সালের ২৮ মার্চ একটি পুত্র সন্তান জন্ম দেন; যার নাম রাখেন ‘ফারিশ’।

Please Share This Post in Your Social Media

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2025 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS