মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫, ০৬:২৬ অপরাহ্ন

জায়েদ খানের বিয়ে নিয়ে ‘নাটক’

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪

ঢালিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলর, মেয়েদের ক্র্যাশ চিত্রনায়ক জায়েদ খান। বিয়ে করে কখনোই তার নারী ভক্তদের কষ্ট দিতে চান না। তা ছাড়া আরও অনেক অজানা কারণে এ মুহূর্তে বিয়ের পিঁড়িতে বসতে রাজি নন জায়েদ। বড় পর্দার বাস্তবের এ জায়েদকে নিয়েই এবার ছোট পর্দায় নির্মিত হয়েছে নাটক।

‘জায়েদ খানের বিয়ে’ শিরোনামে নাটকটি নির্মাণ করেছেন মিজানুর রহমান রাহুল। গল্প লিখেছেন ইউসুফ চৌধুরী ও চিত্রনাট্য করেছেন আহসান হাবীব সকাল। এ নাটকে জায়েদ খান অর্থাৎ নামভূমিকায় অভিনয় করেছেন আ খ ম হাসান।

হাসান ছাড়াও এ নাটকে আরও অভিনয় করেছেন জান্নাতুল স্নিগ্ধা, রিসা চৌধুরী, মাসুম বাশার, মিলি বাশার, রেশমা আহমেদ, শফিক খান দিলু, দিশা মনি, সিমান্ত আহমেদ, ইমরান হাসো, অনুভব মাহবুব, আবু সাঈদ খানের মতো অভিনয়শিল্পীরা।

নাটকে দেখা যাচ্ছে, কেউ জানে না ঠিক কী কারণে জায়েদ বিয়ে করতে চান না। এদিকে জায়েদ খানকে বিয়ে করানোর জন্য তার বাবা-মা, বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন সর্বোচ্চ চেষ্টা করছে। একপর্যায়ে পরিবারের চাপে রাজি হন জায়েদ। তবে তার পর শুরু হয় নাটকীয়তা। অজানা কারণে ভাঙতে থাকে বিয়ের জন্য আসা পাত্রী পক্ষের প্রস্তাব।

শেষ পর্যন্ত জায়েদ বিয়ে করেন নাকি করেন না এমনই গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘জায়েদ খানের বিয়ে’। এমন নাটক বেশ মনে ধরেছে চিত্রনায়ক জায়েদের। নিজের ফেসবুক প্রোফাইলে নাটকের পোস্টারটি শেয়ার করে লিখেছেন, ‘ইন্টারেস্টিং’।

সম্প্রতি নাটকটি নিয়ে বেশ সাড়া ফেলেছে নেটিজেনদের মধ্যে। চিত্রনায়ক জায়েদ বিয়ে করবেন নাকি করবেন না সে উত্তর জানতেই নাটকটিতে ঢুঁ মারছেন জায়েদ ভক্তরা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2025 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS