চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার ঠাকুরপুরে খাটের নিচ থেকে পরকীয়া প্রেমিক হাসান জনতার হাতে আটক।
জানা গেছে দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের ঠাকুরপুর গ্রামে খাটের নিচে লুকিয়ে যুবক গ্যাঁড়াকলে পড়েছে। এসময় উৎসুক জনতা ও গৃহবধূর স্বামী স্ত্রীর সাথে পরকীয়ার অভিযোগ তুলে দুজনকে বেঁধে রাখে।
স্থানীয় এলাকাবাসীর ভাষ্যমতে গতকাল শনিবার সকালে দামুড়হুদা উপজেলার চিৎলা গ্রামের আজমুলের ছেলে হাসান ঠাকুরপুর গ্রামে আসে। এসময় সে ঠাকুরপুর গ্রামের পরকীয়া প্রেমিকের ঘরে প্রবেশ করে লোকজনের ভয়ে খাটের নিচে লুকিয়ে থাকে। প্রেমিকের স্বামী কুদ্দুসের ছেলে এ ঘটনা দেখে ঘরে শিকল টেনে তার পিতাকে খবর দিলে সে এসে হাসানকে ধরে গাছের সাথে বেঁধে রাখে।
কুদ্দুস জানান তার স্ত্রীর বাপের বাড়ি চিৎলা গ্রামে তার সাথে হাসানের পরকীয়া সম্পর্ক। সে প্রায়ই তার বাড়ি না থাকার সুযোগ বাড়ি এসে তার স্ত্রী সাথে অবৈধ মেলামেশায় করতেন। আজ সে হাতেনাতে ধরে ফেলেছে। খাটের নিচ থেকে তাকে আটক করেছে। কুদ্দুসের স্ত্রী শাহিদা জানান সে নির্দোশ। হাসান কেন তার ঘরে ঢুকে খাটের নিচে লুকিয়েছে সে তা জানেনা। হাসান বলেন আমি শাহিদার খাটের নিচে লুকিয়ে অপরাধ করেছি। স্থানীয়রা জানান তাদের দুজনের প্রেমের সম্পর্ক। কুদ্দুসের আরো একটা স্ত্রী আছে। যার কারনে শাহিদা পরকীয়ায় লিপ্ত হয়েছে।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply