বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ০৬:৩৮ অপরাহ্ন

চুয়াডাঙ্গায় জামানত হারালেন ৭ চেয়ারম্যান প্রার্থী

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : রবিবার, ১০ মার্চ, ২০২৪

চুয়াডাঙ্গা সদর উপজেলার শংকরচন্দ্র ও মাখালডাঙ্গা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে জামানত হারালেন ৭ চেয়ারম্যান প্রার্থী। এরমধ্যে শংকরচন্দ্র ইউপিতে ৫ প্রার্থীর ও মাখালডাঙ্গায় দুই প্রার্থী জামানত হারিয়েছেন। এই দুই ইউপি থেকে এবার নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হয়েছিলেন ১৩ জন।

শনিবার (৯ মার্চ ) রাতে উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার রাহুল রায় দুই ইউপির ভোটের ফলাফল ঘোষণা করলে এই তথ্য জানা যায়।

আইন অনুযায়ী নির্বাচনে জামানত টিকাতে হলে মোট বৈধ ভোটের ৮ ভাগের এক ভাগ ভোট পেতে হয় প্রত্যেক প্রার্থীকে। শংকরচন্দ্র ইউপিতে বৈধ ভোট পড়েছে ১৪ হাজার ৬৫৬টি। সেই হিসেবে জামানত টিকাতে হলে প্রত্যেক প্রার্থীর প্রয়োজন এক হাজার ৮৩২ ভোট।

তবে শংকরচন্দ্র ইউপি নির্বাচনে এর থেকে কম ভোট পেয়ে জামানত হারিয়েছেন মো. বখতিয়ার, মো. জিসান মিয়া, মো. কাজী আমিরুল ইসলাম, সিকদার রাকিব হাসান ও মো. শরিফুল ইসলাম। এরমধ্যে মোটরসাইকেল প্রতীক নিয়ে মো. বখতিয়ার পেয়েছেন ৯৩৫ ভোট, টেলিফোন প্রতীক নিয়ে মো. জিসান মিয়া ৭৩৩ ভোট, আনারস প্রতীক নিয়ে মো. কাজী আমিরুল ইসলাম ৫৭৭, ঘোড়া প্রতীক নিয়ে ৪৫২ ভোট পেয়েছেন সিকদার রাকিব হাসান এবং রজনীগন্ধ্যা প্রতীক নিয়ে ৪৪ ভোট পেয়েছেন মো. শরিফুল ইসলাম।

এ দিকে, মাখালডাঙ্গা ইউনিয়ন পরিষদে বৈধ ভোট পড়েছে ১৫ হাজার ২৮১টি। এখানে জামানত টিকাতে প্রার্থীদের প্রয়োজন ছিল এক হাজার ৯১০ ভোট। সেই হিসাবে মাখালডাঙ্গায় জামানত হারিয়েছেন মো. আশাদুল হক ও মোহা. ওসমান গনি। এরমধ্যে আনারস প্রতীক নিয়ে এক হাজার ৬৩৭ ভোট পেয়েছেন মো. আশাদুল হক এবং অটোরিকশা প্রতীকের প্রার্থী মোহা. ওসমান গনি পেয়েছেন ৪৮১ ভোট।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2025 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS