বহু প্রতীক্ষিত প্রতিযোগিতা ‘মিস ওয়ার্ল্ড’-এর পর্দা উঠেছে আজ ৯মার্চ (শনিবার)। এটি এই আয়োজনের ৭১তম আসর। এবারের মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার চূড়ান্ত রাউন্ড অনুষ্ঠিত হবে ভারতে।
দীর্ঘ ২৮ বছর বিরতির পর ভারতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘মিস ওয়ার্ল্ড ২০২৪’ প্রতিযোগিতা। মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় অংশ নেবে বাংলাদেশ, ভারত, নেপাল, জাপান এশিয়ার এই চারটি দেশের চারজন প্রতিযোগী। চলতি বছর বাংলাদেশ থেকে প্রতিনিধিত্ব করছেন শাম্মী ইসলাম নীলা। খুব ছোট বেলা থেকেই মিস ওয়ার্ল্ড হওয়ার স্বপ্ন দেখছেন বাংলাদেশের নীলা।
নীলা বলেন, ‘আমার ছোট থেকেই স্বপ্ন মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় অংশ নেব। তাই ছোটবেলায় মুকুট কিনতাম। আয়নার সামনে দাঁড়িয়ে মুকুট পরে নাচতাম। আমার বাবা খুব উৎসাহ দিতেন।’
ভারত থেকে প্রতিনিধিত্ব করছেন সিনি শেঠি। তারও স্বপ্ন মিস ওয়ার্ল্ড মুকুট পরার। নেপাল থেকে প্রতিনিধিত্ব করছেন প্রিয়াংকা রানি যোশি। তিনি বলেন, সবকিছুই কল্পনা থেকে শুরু হয়। মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতাও তেমনই একটি মঞ্চ। এখানে আসতে পেরেছি। পুরো জার্নিটা আমার জন্য অনেক আনন্দের।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply