নিজস্ব প্রতিনিধি: পাবনার আটঘরিয়ায় ভিক্ষুকরা দুই টাকার কয়েন নিতে রীতিমতো অনীহা প্রকাশ করছে। সরকার দুই টাকার কয়েন অচল ঘোষণা না করলেও ভিক্ষুকরা তা না নেওয়ায় এলাকার সাধারণ লোকজন বিপাকে পড়েছেন।
খোঁজ নিয়ে জানা যায়, প্রতিদিন আটঘরিয়া বাজার, দেবোত্তর বাজারসহ উপজেলার বিভিন্ন বাসা-বাড়ীতে ভিক্ষা নিতে প্রচুর পরিমাণে ভিক্ষুক আসেন। কিন্তু ওই সকল ভিক্ষুকরা দুই টাকার কয়েন ভিক্ষা না নিয়ে পাঁচ টাকার কয়েন অথবা কাগজের দুই টাকা ভিক্ষা চান। এ ক্ষেত্রে কেউ কাগজের দুই টাকা বা পাঁচ টাকার কয়েন না দিলে ভিক্ষুকরা ভিক্ষা নিতে অনীহা প্রকাশ করেন। এতে বিশেষ করে সাধারণ লোকজনের ভিক্ষা দেওয়া নিয়ে বিড়ম্বনায় পড়তে হচ্ছে।
রাবেয়া বেগম নামে একজন ভিক্ষুক বলেন, বর্তমান বাজারে দুই টাকা মূল্যের তেমন কোন পণ্য পাওয়া যায়না। তাছাড়া হাট-বাজারের ব্যবসায়ীরা দুই টাকার কয়েন নেন না। সে কারণে আমরা দুই টাকার কয়েন ভিক্ষা নিতে চাইনা।
তবে আটঘরিয়া বাজার, দেবোত্তর বাজারের ব্যবসায়ীরা বলেন ভিক্ষুকদের কথা সঠিক নয়। সরকার যেহেতু দুই টাকার কয়েন অচল ঘোষণা করেন নাই সেহেতু আমরা দুই টাকার কয়েন নিয়ে মালামাল বেচাকেনা করি।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply