স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধায় জমি নিয়ে বিরোধের জের ধরে চাচার হাতে ভাতিজা নিহত হয়েছে। শনিবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে সদর উপজেলার খোলাহাটী ইউনিয়নের হাসেম বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, হাসেম বাজার এলাকার মাহফুজুর রহমানের সঙ্গে তার চাচা মোকসেদুলের জমি নিয়ে দীর্ঘদিন ধরে চলে বিরোধ আসছিল। শনিবার বিকেলে মোকসেদুল ও তার ছেলে মোসাদুর রহমান সিয়াম বিরোধপূর্ণ জমির আইল বাঁধতে থাকলে মাহফুজুর রহমান তাতে বাধা দেয়। এনিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়।
কথা কাটাকাটির এক পর্যায়ে মোকসেদুল ও তার ছেলে সিয়াম কোদাল ও ছুরি দিয়ে মাহফুজুর রহমানের ওপর হামলা চালায়। এ সময় মাহফুজুর রহমানের দুই ভাই মাসুদ ও গামা মিয়া ভাইকে রক্ষা করতে গেলে তারাও হামলার শিকার হন।
স্থানীয়রা আহত তিন ভাইকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মাহফুজুর রহমানকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় মোকসেদুলের স্ত্রী নীলুফা সুলতানা রেনুকে আটক করেছে পুলিশ। নিহত মাহফুজুর রহমান ওই এলাকার তাহের মুন্সীর ছেলে এবং দারিয়াপুর বাজারের কাপড়ের ব্যবসায়ী।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply