ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধা-বালাসীঘাট সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আতিকর ইসলাম ছোট মিয়া (১২) নামের এক শিশু নিহত হয়েছে। শুক্রবার (১এপ্রিল) সকাল ১০টার দিকে ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের হোসেনপুর চৌরাস্তা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত শিশুটি কঞ্চিপাড়া গ্রামের রাকু মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আতিকুর ইসলাম (ছোট) স্থানীয় দোকান থেকে সদাই কিনে বাইসাইকেল চালিয়ে হোসেনপুর থেকে নিজ বাড়িতে যাচ্ছিলেন। ১০ টার দিকে ট্রাকটি পিছন দিক থেকেএসে সাইকেলের সঙ্গে ধাক্কা লাগে। এতে ছিটকে শিশুটি ট্রাকের নিচে পড়ে যান। পরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই সে মারা যান। এ ঘটনায় ট্রাকচালক কে আটক করা হয়েছে।
ফুলছড়ি থানার এসআই মমিনুর হক বলেন, ওই শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। দুর্ঘটনার পর ট্রাকচালককে আটক করা হয়েছে। জব্দ করা হয়েছে ট্রাকটি। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply