নিজস্ব প্রতিবেদকঃ ২৬ জানুয়ারি ২০২৪ শুক্রবার সকাল ৮টায় ঢাকা থেকে বাসে করে যাত্রা করে ফরিদপুর কবি জসীমউদ্দীনের মাজার জিয়ারতের মাধ্যমে সাহিত্য পর্যটন মিশনের উদ্বোধন করবেন বাংলাদেশ পেয়েটস ক্লাব।
বাংলাদেশ পুলিশের নোয়াখালী পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ডেন্ট ডি আই জি রোকন উদ্দিন রোকন প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করবেন। পল্লী কবি জসীমউদ্দীনের মাজারে অধ্যাপক মিশন রায়ের পরিচালনায় সম্মিলিতভাবে কবর কবিতা আবৃত্তি করবেন টীমের ৪০জন কবি-লেখক।
সেখান থেকে ফিরে মুন্সিগঞ্জের স্যার জগদীশ চন্দ্র বসুর বাড়ী, কবি হুমায়ুন আজাদের বাড়ী ও ঐতিহাসিক বিক্রমপুর জাদুঘর পরিদর্শন শেষে রাতে ঢাকা ফেরা হবে। স্থানে স্থানে পর্যটন সভায় সভাপতিত্ব করবেন কবি ড. শহীদুল্লাহ আনসারী। টীম পরিচালনা করবেন গীতিকার ঢালী মোহাম্মদ দেলোয়ার।
Design & Developed By: ECONOMIC NEWS