চুয়াডাঙ্গা প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ছিলো প্রতিদ্বন্দ্বিতা । ভোটের মাঠে ছিল টানটান উত্তেজনা। ছিলো দলীয় নেতাকর্মীদের সাথে লড়াই, নিজ দলীয় লোকজনের সাথেই ছিলো নিজেদেরই ক্ষোভ, রাজনীতিতে প্রতিযোগিতা থাকবেই তাই বলে প্রতিহিংসার আগুন নয়, তারই মাঝে ব্যতিক্রম রাজনীতির দৃষ্টান্ত স্থাপন করেছেন চুয়াডাঙ্গা-১ আসনের ফ্রিজ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মিনিষ্টার মাইওয়ান গ্রুপের চেয়ারম্যান কেন্দ্রীয় আওয়ামীলীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপকমিটির সদস্য দৈনিক গড়ব বাংলাদেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক আলহাজ্ব এম রাজ্জাক খান রাজ সিআইপি।নির্বাচনে হেরে গেলেও বড় মনের পরিচয় দিয়ে হারেননি রাজ্জাক খান। ভোট শেষে আবার সবাই একপ্লার্টফর্মে একতাবদ্ধ হয়ে স্মার্ট চুয়াডাঙ্গা গড়ার লক্ষ্যে বৃহস্পতিবার সন্ধ্যায় এম এ রাজ্জাক খান রাজ মিষ্টি ও ফুলের তোড়া নিয়ে ছুটে যান চুয়াডাঙ্গা ১ আসনের চতুর্থ বারের নির্বাচিত সংসদ সদস্য বর্শীয়ান রাজনীতিবিদ চুয়াডাঙ্গা জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দার ছেলুনের ঢাকাস্থ বাসভবনে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে মিষ্টি মুখ করান। এ সময় আওয়ামী লীগ নেতা সোলায়মান হক জোয়ার্দার ছেলুন ও নিজ হাতে আলহাজ্ব এম রাজ্জাক খান রাজ কে মিষ্টি মুখ করান। এ বিষয়ে আওয়ামী লীগ নেতা ও চুয়াডাঙ্গা ১ আসনের সাবেক প্রার্থী আলহাজ্ব এম রাজ্জাক খান রাজ সিআইপি বলেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-১ আসনে পুনঃনির্বাচিত হওয়ায় বর্ষিয়ান নেতা আমার পরম শ্রদ্ধেয় জনাব সোলায়মান হক জোয়ার্দ্দার (ছেলুন)-কে শুভেচ্ছা ও শুভকামনা জানাই সেইসাথে চুয়াডাঙ্গা-আলমডাঙ্গার সকল উন্নয়নে আমরা একসাথে কাজ করবো, তিনি আরো বলেন আমি প্রধানমন্ত্রীর নির্দেশে ভোট করেছি। ভোটের মাঠে ব্যাপক সাড়া পেয়েছি। হার-জিত থাকবেই। তাই বলে সম্পর্ক ছিন্ন হবে এটা হয় না। আমরা সবাই আওয়ামী লীগের কর্মী। সবাই মিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাতকে শক্তিশালী করব। স্মার্ট বাংলাদেশ ও আগামী দিনে একসাথে স্মার্ট চুয়াডাঙ্গা গড়বো।প্রসঙ্গত চুয়াডাঙ্গা ১ আসনের ফ্রিজ মার্কা প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব এম রাজ্জাক খান রাজ সিআইপি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফ্রিজ মার্কা প্রতীক নিয়ে চুয়াডাঙ্গা ১ আসনে ৫৯১৮০ ভোট পান।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply