জয়পুরহাট প্রতিনিধি: দেশের বৃহত্তম জয়পুরহাট চিনিকলে আনুষ্ঠানিকভাবে ৬১তম আখ মাড়াই কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকালে ডোঙায় আখ নিক্ষেপ করে মাড়াই কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশ চিনি শিল্প কর্পোরেশন (বিএসএফআইসি) এর চেয়ারম্যান শেখ শোয়েবুল আলম এনডিসি। এর আগে আখ মাড়াই উপলক্ষে চিনিকলের কেইন কেরিয়ার চত্বরে এক সুধী সমাবেশ ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
চিনিকল সূত্রে জানা গেছে, এটি হচ্ছে জয়পুরহাট চিনিকলের ৬১ তম মাড়াই মৌসুম। চলতি ২০২৩-২০২৪ আখ মাড়াই মৌসুমে ৩৫ হাজার মে.টন আখ মাড়াই করে ২ হাজার ১৭০ মে. টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে। চিনি আহরণের শতকরা হার ধরা হয়েছে শতকরা ৬ দশমিক ২০ ভাগ। তবে লক্ষ্যমাত্রার চেয়ে আখ সঙ্কট রয়েছে।
জয়পুরহাট চিনিকলের জেনারেল ম্যানেজার (অর্থ) মো. সেলিম মিয়া জানান, আখচাষে উৎসাহ প্রদানের জন্য দুই হাজার চারশ ৪০ জন আখ চাষির মাঝে কৃষি ঋণ হিসাবে উপকরণ ও নগদ টাকা প্রদানের পরিমান হচ্ছে ২ কোটি ৮৯ লক্ষ টাকা। উপকরণের মধ্যে রয়েছে বীজ, সার ও কীটনাশক। ২০২২-২৩ আখ রোপন মৌসুমে রোপা পদ্ধতিতে (এসটিপি) আখ রোপনের জন্য দুই হাজার নয়শ ৩০ জন আখ চাষির মধ্যে ৪৪ লাখ ৭৮ হাজার টাকা ভূর্তকি প্রদান করা হয়েছে।
জয়পুরহাট চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক আখলাছুর রহমান বলেন, গতবারের মতো এবারও মিল গেটে কুইন্টাল প্রতি ৫৫০ টাকা এবং বাইরের কেন্দ্রগুলো থেকে ৫৪০ টাকা দরে আখ কেনা হবে। এছাড়া এবার ই-পূর্জি ও ই- গ্যাজেটের মাধ্যমে পূর্জি বিতরন ছাড়াও মোবাইল ব্যাংক একাউন্টের মাধ্যমে আখচাষিদের আখের মূল্য পরিশোধের উদ্যোগ নেওয়া হয়েছে।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জয়পুরহাট সুগার মিলের মহাব্যবস্থাপক (অর্থ) সেলিম মিয়া, মহাব্যবস্থাপক (কৃষি) তারেক ফরহাদ, মহাব্যবস্থাপক (প্রশাসন) নাসির উদ্দিন, মহাব্যবস্থাপক (কারখানা) অনিস রঞ্জন বর্মন, আখ চাষী কল্যাণ সমিতির সভাপতি আবু তালেব চৌধুরী বাবু, চিনিকল শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি আলী আকতার সহ শ্রমিক, কর্মচারী, কর্মকর্তা ও নানা শ্রেণী পেশার মানুষ।
জয়পুরহাট চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ আখলাছুর রহমান এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ চিনি শিল্প কর্পোরেশনের সচিব চৌধুরী রুহুল আমিন কায়সার, অতিরিক্ত জেলা প্রশাসক মহিউদ্দিন
জাহাঙ্গীর, জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট, রংপুর সুগার মিলের ইনচার্জ মাসুমা আক্তার জাহান,আখচাষি কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক খাজা নাজিমুদ্দিন, চিনিকল শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক আহসান হাবীব রুমেল।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply