ঢালিউড চিত্রনায়িকা মাহিয়া মাহি প্রার্থিতা ফিরে পাওয়ার পর চর থেকে চরে ঘুরে বেড়াচ্ছেন। নিজের ফেসবুক পেজে বিষয়টি ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন তিনি।
শুক্রবার ( ১৫ ডিসেম্বর) সকালে সময়ের বিশেষ সাক্ষাৎকার নিজের ফেসবুক পেজে শেয়ার করেন তিনি। ওই সাক্ষাৎকারে দেখা যায়, নিজের নির্বাচনী এলাকার মানুষের সঙ্গে পরিচিত হতেই চর থেকে চরে ঘুরছেন মাহি।
রুপালি পর্দার এ তারকাকে সামনাসামনি দেখে উচ্ছ্বসিত গ্রামবাসী। রাজশাহী-১ এর চর এলাকার গ্রামবাসী এ সময় নায়িকাকে কাছে পেয়ে নিজেদের সমস্যার কথাগুলো খুলে বলেন নায়িকাকে। জানান, অনুন্নত রাস্তাঘাট, স্কুলে শিক্ষক সংকট, বিদ্যুৎ না থাকার মতো অনেক সমস্যা ছেয়ে রেখেছে এ নির্বাচনী এলাকাকে।
এ বিষয়ে মাহির কাছে বিস্তারিত জানতে চাওয়া হলে মাহি সময়কে জানান, গ্রামবাসী আমাকে কাছে পেয়ে তাদের দাবিগুলো জানিয়েছেন। আমিও নির্বাচনে জিতলে তাদের সব দাবি বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছি। গ্রামবাসীর সঙ্গে কথা বলে আমার মনে হয়েছে, আমি কোনো ইস্যু নই। মূলত তারা পরিবর্তন চায়, উন্নয়নের ছোঁয়া পেতে চায়।
এবারের আসন্ন দ্বাদশ নির্বাচনে রাজশাহী-১ আসনের জন্য মাহিকে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা করতে হবে তিনবারের জয়ী আওয়ামী লীগের সাংসদ ও এবারের নৌকায় মনোনীত প্রার্থী ওমর ফারুক চৌধুরীর সঙ্গে।
তবে নির্বাচনী এলাকা ঘুরে মাহির বিশ্বাস, গ্রামবাসী উন্নয়নের ছোঁয়া পেতে চায়, পরিবর্তনও চায়। এ আসনের ভোটাররা নতুন মুখ দেখতে চায় বলেই নির্বাচনে জয়ের ব্যাপারে বেশ আশাবাদী এ ‘ঢালিউড ডিভা’।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply