জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটে উত্তরা এক্সপ্রেস’ মেইলের চলন্ত ট্রেনের একটি বগিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার মধ্যে রাতে জয়পুরহাট স্টেশন এলাকায় এ আগুনের ঘটনা ঘটে। আগুনে ট্রেনের একটি বগির কয়েকটি সিট পুড়ে যায়।
সান্তাহার রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তার হোসেন জানান, রাজশাহী স্টেশন থেকে ছেড়ে আসা পার্বতীপুর গামী ‘উত্তরা এক্সপ্রেস’ মেইল ট্রেন জয়পুরহাট স্টেশন পৌচ্ছার মাত্র একটি বগিতে আগুন দেখে স্টেশনে প্লাটফর্মে থাকা যাত্রীরা। পরে দাঁড়িয়ে থাকা যাত্রীরা আগুন নিভিয়ে ফেলেন।এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।ধারণা করা হচ্ছে জয়পুরহাট স্টেশনে আগ মুহুর্তে ট্রেনের একটি বগিতে আগুন দেয় দুর্বৃত্তরা।
তিনি আরও বলেন,ট্রেনটি স্টেশন ছেড়ে গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়েছে।আমরা বিষয়টি তদন্ত করে দেখছি। তদন্তের পর বিস্তারিত জানাতে পারবো।
জয়পুরহাট ষ্টেশন মাস্টার রেজাউল ইসলাম জানান জামালগঞ্জ থেকে ট্রেন টি এসে জয়পুরহাটে এসে থামলে ১ টি বগিতে আগুন দেখে যাত্রীরা ছুটিছুটি করে স্টেশনের রেল কর্মীরা সবাই মিলে আগুন নিভিয়ে ফেলে।
তবে কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply