চিত্রনায়িকা মাহিয়া মাহিকে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু হবে বলে আশ্বাস দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) বিকেলে ঢাকা জেলা আওয়ামী লীগের তেজগাঁও কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে দেখা করেন মাহি। এ সময় নির্বাচন সুষ্ঠু হওয়ার বিষয়ে আশ্বাস দিয়েছেন তিনি। মাহি রাজশাহী-১ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করছেন।
মাহি জানান, নির্বাচনী কার্যক্রম শুরু করতে আজ রাতেই ঢাকা ত্যাগ করছেন তিনি। এর আগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কাছ থেকে দোয়া নিতেই সৌজন্য সাক্ষাৎ করেন।
ঢাকাই সিনেমার চিত্রনায়িকা আরও বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমাকে আশ্বস্ত করেছেন, সুষ্ঠু নির্বাচন হবে। এলাকায় যার জনপ্রিয়তা যত বেশি, তিনিই নির্বাচনে জয়ী হবেন।
এদিন সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এ নায়িকা।
সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু ছবি শেয়ার করে ক্যাপশনে লেখেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ এবং মোনাজাত করে আমার নির্বাচনী কার্যক্রম শুরু করলাম। সবার কাছে আমার জন্য দোয়া চাই; আমি যেন আগামী ৭ জানুয়ারি নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়ে আমার নির্বাচনী এলাকার জনগণের সেবা করতে পারি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।’
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নানাবাড়ির এলাকা (রাজশাহী-১) স্বতন্ত্র প্রার্থী হয়েছেন মাহিয়া মাহি। এই আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন তিনি। দলীয় মনোনয়ন না পাওয়ায় স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে লড়বেন।
এর আগে চিত্রনায়িকা মাহিয়া মাহির মনোনয়নপত্র বাতিল করে রিটার্নিং কর্মকর্তা। মাহির মনোনয়নপত্র বাতিলের কারণ হিসেবে দেখানো হয় নির্বাচনী এলাকার এক শতাংশ ভোটারের সমর্থনের স্বাক্ষর নকল।
Design & Developed By: ECONOMIC NEWS