শুক্রবার, ০৮ অগাস্ট ২০২৫, ০৪:০৬ পূর্বাহ্ন

পাবনা-২ আসনে প্রার্থিতা ফেরত পেতে ডলি সায়ন্তনীর আপিল

মোহাম্মদ আলী স্বপন
  • আপডেট : মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩
  • ৩২৫ Time View

নিজস্ব প্রতিনিধি: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র ফিরে পেতে ক্রেডিট কার্ডের বকেয়া পরিশোধ করে ইসিতে আপিল করেছেন পাবনা-২ (সুজানগর-বেড়ার একাংশ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের (বিএনএম) প্রার্থী  জনপ্রিয় কণ্ঠশিল্পী ডলি সায়ন্তনী।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) ইসিতে আপিল দায়ের, শুনানি ও নিষ্পত্তির জন্য অস্থায়ীভাবে দুই নম্বর বুথে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটের উপ পরিচালক মোহাম্মদ নুরুল হাসান ভূ্ইয়ার কাছে তিনি আবেদন জমা দেন।

আবেদন জমা শেষে  তিনি সাংবাদিকদের বলেন, এটা আমারই দোষ, আমি এটা খেয়াল করিনি। যে অভিযোগটা আসছে এটা আসলেই আমার ফল্ট ছিল। কারোর ষড়যন্ত্র দেখছি না। এটা আমি খেয়াল করি নাই। তবে আমি আশা করছি ইনশাল্লাহ আমি আমার মনোনয়নপত্রের বৈধতা পাবো। আমার ছোট একটা ক্রেডিট কার্ডের ঝামেলা ছিল যেটা আমার নলেজে ছিল না। বাচ্চা বাইরে পড়াশুনা করে সেই জন্য দেশের বাইরে যাওয়া আসা করা লাগে। ক্রেডিট কার্ডের এমাউন্ট পরিশোধ করতে ইসিতে এসেছি। কত টাকা বকেয়া ছিল? জানতে চাইলে তিনি বলেন, খুব কম টাকা, বলার মতো না।

ভোটের মাঠে লড়াই করা প্রসঙ্গে জনপ্রিয় এই কণ্ঠশিল্পী বলেন, দীর্ঘ দিনের ইচ্ছা আমার এলাকার মানুষের জন্য কিছু করা। সেই জন্য এলাকাবাসীসহ সবার সহযোগিতা চাই।

ক্রেডিট কার্ড সংক্রান্ত খেলাপি ঋণের কারণে পাবনা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মু. আসাদুজ্জামান তার মনোনয়ন বাতিল করেন। মনোনয়নপত্র ফিরে পাওয়ার জন্য ক্রেডিট কার্ডের বকেয়া পরিশোধ করে ইসিতে আপিল করেছেন জনপ্রিয় এই কণ্ঠশিল্পী।

Please Share This Post in Your Social Media

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2025 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS