মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ০১:১৮ পূর্বাহ্ন

পাবনায় ঘূর্ণিঝড় ‘মিগজাউম’: এর প্রভাবে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

মোহাম্মদ আলী স্বপন
  • আপডেট : মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩

নিজস্ব প্রতিনিধি: বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘মিগজাউম’- ভারতের অন্ধ্রপ্রদেশের উপকূল অতিক্রম করতে পারে। এটি আজ মঙ্গলবার (৫ ডিসেম্বর) প্রদেশটিতে আছড়ে পড়তে পারে।

এদিকে ‘মিগজাউম’-এর প্রভাবে পাবনার আটঘরিয়া, ভাঙ্গুড়া উপজেলায় আকাশ মেঘলা রয়েছে। মঙ্গলবার (৫ ডিসেম্বর) ভোরে দেখা গেছে, গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে ভোগান্তিতে পড়েছেন বাইরে বের হওয়া মানুষ।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) আবহাওয়া অধিদপ্তরের ১৮ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ঘূর্ণিঝড় ‘মিগজাউম’ গত মধ্যরাত ৪ ডিসেম্বর চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১৫৪০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১৫১০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্র বন্দর থেকে ১৩৬০ কিলোমিটার, দক্ষিণপশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১৩৯০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল। এটি আরও উত্তর- উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ৫ ডিসেম্বর ভোররাত নাগাদ নিলর ও মাসুলিপট্টমের নিকট দিয়ে ভারতের অন্ধপ্রদেশ উপকূল অতিক্রম করতে পারে।

ঈশ্বরদী আবহাওয়া অফিসের পর্যবেক্ষক জানান, ঘূর্ণিঝড় ‘মিগজাউম’ এর প্রভাবে আকাশ মেঘলা রয়েছে। জেলার অনেক উপজেলায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। তবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা খুব কম।

উল্লেখ্য, চট্টগ্রাম, মোংলা ও পায়রা সমুদ্রবন্দর এবং কক্সবাজারকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2025 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS