ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার ফুলছড়িতে গণহত্যা দিবস উপলক্ষে শহীদদের স্মরণে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শুক্রবার (২৫ মার্চ) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে দিবসটি উপলক্ষে আলোচনা সভা সভাপতিত্ব করেন ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফুলছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান জি এম সেলিম পারভেজ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাওছার আলী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জহিরুল ইসলাম, উপজেলা আইসিটি কর্মকর্তা কাজল মিয়া, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অশ্বিনী কুমার বর্মন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদ হাসান সুজা, প্রমুখ।
‘স্বল্পোন্নত দেশ হতে উন্নয়নশীল দেশে উত্তরণ : বঙ্গবন্ধু হতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’ এই শ্লোগানে মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে গাইবান্ধার ফুলছড়িতে জাতীয় সংগীত পরিবেশন, ভিডিও প্রদর্শন, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উন্নয়নশীল দেশে উত্তরণ সংক্রান্ত জাতীয় কমিটির আয়োজনে বৃহস্পতিবার (২৪ মার্চ) সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে সমবেত কন্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশনের পর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলাউদ্দিন এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, ফুলছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান জি এম সেলিম পারভেজ, উপজেলা কৃষি কর্মকর্তা মিন্টু মিয়া, প্রধান শিক্ষক মিলন কুমার বর্মন, আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম প্রমুখ। সন্ধ্যায় বিভিন্ন শ্রেণি পেশার মানুষের উপস্থিতিতে ভিডিও প্রদর্শন করা হয় ও উপজেলা শিল্পকলা একাডেমির পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
বক্তারা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশকে এগিয়ে নিয়ে নতুন প্রজন্মের জন্য নিরাপদ ও উন্নত নাগরিক সুবিধায় পরিপূর্ণ একটি দেশ গঠনে সকলের সমান ভূমিকা পালন করার আহবান জানান।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply