নিজস্ব প্রতিনিধি: সার্বজনীন শারদীয় দূর্গোৎসব উৎযাপন উপলক্ষে টানা ৭ দিন বন্ধের পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে দুই দেশের মধ্যে পণ্য আমদানী-রপ্তানী শুরু হয়েছে। ফলে বন্দর অভ্যন্তরে ফিরে পেয়েছে কর্মচাঞ্চল্যতা।
বাংলা হিলি কাষ্টমস সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত জানান, শারদীয়া দূর্গোৎসব উপলক্ষে ভারতের হিলির ব্যবসায়ী সংগঠন এক্সপোটার এন্ড ক্লিয়ারিং এজেন্টস এ্যাসোসিয়েনের আবেদনের প্রেক্ষিতে গত বৃহস্পতিবার (১৯ অক্টোবর) থেকে বুধবার (২৫ অক্টোবর) পর্যন্ত টানা ৭ দিন হিলি স্থলবন্দর আমদানী-রপ্তানী কার্যক্রম বন্ধ ছিলো। ছুটি শেষে আজ বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ১০টা থেকে যথারিতি কার্যক্রম আবারও চালু হয়েছে।
পানামা হিলি পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন মল্লিক প্রতাপ জানান, ব্যবসায়ীদের পক্ষ থেকে দু’দেশের মধ্যে আমদানী রপ্তানী বাণিজ্য বন্ধ থাকলেও সরকার ঘোষিত ও সাপ্তাহিক ছুটির দিন ব্যাতীত পানামা পোর্ট অভ্যন্তরে লোড-আনলোড কার্যক্রম স্বাভাবিক ছিলো।
হিলি ইমিগ্রেশন চেকপোষ্টর অফিসার ইনচার্জ (ওসি) শেখ আশরাফুল আলম জানান, শারদীয় দুর্গোৎসব উপলক্ষে হিলি স্থল বন্দর দিয়ে আমদানী রপ্তানী বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোষ্ট দিয়ে যাত্রী পারাপার স্বাভাবিক ছিলো।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply