আসন্ন বিশ্বকাপ উপলক্ষে জাতীয় দলকে উৎসাহ দেয়ার জন্য আয়োজন করা হয় সেলিব্রেটি ক্রিকেট লীগ (সিসিএল)।
গত শুক্রবার (২৯ সেপ্টেম্বর) নির্মাতা মোস্তফা কামাল রাজ ও দীপঙ্কর দীপনের টিমের খেলা চলার সময়ে ঘটে অপ্রীতিকর ঘটনা। সেই ঘটনার প্রেক্ষিতে হাসপাতোলে ভর্তি হয়েছে ৬ জন তারকা। এরই মধ্যে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সাময়িক বন্ধ সেলিব্রেটি ক্রিকেট লীগ।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এমন অপ্রীতিকর ঘটনার জন্য আমরা খুবই লজ্জিত। নির্মাতা মোস্তফা কামাল রাজ ও দীপঙ্কর দীপনের টিমের খেলা চলার সময়ের আলোচনা, পর্যলোচনা, ভিডিও প্রমাণ, উপস্থিত সাক্ষীদের সহায়তায় প্রমাণিত হয়, এই ঘটনা কোন নির্দিষ্ট কারণে হয়নি। এখানে কোন মূল সেলিব্রেটির ভূমিকা ছিল না।
আরও জানা যায়, শৃঙ্খলা অমান্যকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়া হয়েছে। এই ঘটনার জন্য কর্তৃপক্ষ দু:খ প্রকাশ করেছেন।
উল্লেখ্য, আসন্ন বিশ্বকাপের আমেজ ধরে রাখতে আয়োজন করা হয়েছে শোবিজ তারকাদের নিয়ে প্রথমবারের মতো ‘সেলিব্রেটি ক্রিকেট লীগ’। প্রায় দু সপ্তাহের চর্চা শেষে মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) থেকে শুরু হয়েছে এই খেলা। তবে অপ্রীতিকর ঘটনার জন্য সাময়িক বন্ধ রয়েছে এই সেলিব্রেটি ক্রিকেট লীগ।
Design & Developed By: ECONOMIC NEWS