অপেক্ষার পালা শেষ, সালমান খানের এজেন্ট টাইগার ফিরে এসেছে আরেকটি মারাত্মক মিশন নিয়ে। ইতোমধ্যেই দিয়েছেন তার নতুন মিশনের বার্তাও। প্রকাশ পেল ‘টাইগার ৩’-এর টিজার।
টিজারে দেখা গেছে, সালমান ঘোষণা করে ২০ বছর ভারতে সেবা করার পরে তার কি চরিত্রের প্রশংসাপত্রের প্রয়োজন? তিনি বলেন, ‘টাইগার গদ্দার হ্যায় অর্থাৎ বাঘ একজন বিশ্বাসঘাতক। টাইগার দেশের ১ নম্বর শত্রু।’ আর এ কথার সাথে সাথে পেছন থেকে গুলির শব্দ শোনা গেলেও তিনি কথা বলতে বলতে একটি ভিডিও রেকর্ড করছেন বলে দেখা যায়।
পরের দৃশে সালমানকে কয়েকজন সশস্ত্র সৈন্যের সাথে লড়াই করতে দেখা যায়, তাদের সবাইকে গুলি করে। এরপর তুরস্ক এবং মধ্যপ্রাচ্যের কিছু স্থানেও লড়াইয়ের অনেক দৃশ্য দেখা টাইগারের ফাইটের। এবং শেষে সালমান তার টাইগারের ভঙ্গিতে বলেন, “যব তাক টাইগার মারা নাহি, তব তাক টাইগার হারা নাহি (যতদিন টাইগার মরেনি, সে হারেনি)।”
টিজারে নির্মাতারা আভাস দিয়েছেন বেশ ধুন্ধুমার একশন নিয়েই আবারো বড় পর্দায় হাজির হচ্ছেন সালমান। সাথে থাকছে ক্যাটরিনা ও ইমরান হাশমিও। ২০১৯ সালের পর আবারো বড় পর্দায় দেখা যাবে সালমান ও ক্যাটকে। এর আগে, এই জুটি এক থা টাইগার, টাইগার জিন্দা হ্যায়, ম্যায়নে পেয়ার কিয়ুন কিয়া এবং পার্টনারের মতো হিট ছবিতে অভিনয় করেছিলেন এই জুটি।
‘টাইগার ৩’ হিন্দি, তামিল এবং তেলেগু ভাষায় ১০ নভেম্বর দিওয়ালি উপলক্ষে মুক্তি পাবে। মনিশ শর্মার পরিচালনায় এটি টাইগার ফ্র্যাঞ্চাইজির তৃতীয় অংশ। ছবিটিতে ‘পাঠান’ হিসেবে শাহরুখ খানের একটি ক্যামিও থাকবে বলেও জানা গেছে। এর আগে শাহরুখের ‘পাঠান’ সিনেমায় সালমান টাইগার হিসেবে এসেছিলেন। দুই খানকে একসঙ্গে বড় পর্দায় দেখতে দর্শকেরা ভীড় করেছিল তাই এবারো তেমনি দৃশ্য রিক্রিয়েট করতে যাচ্ছেন এর নির্মাতারা।
Design & Developed By: ECONOMIC NEWS