সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০৫:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
ভৈরবে মাদক সন্ত্রাসী ও চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ ১০ দফা দাবিতে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের মানববন্ধন মাইগ্রেশনের দাবি আইচি মেডিকেলের ১৫০ শিক্ষার্থীর ভৈরবে হাসপাতালে ভর্তির পর খোঁজ নেননি পরিবার, ৪৮দিন পর ব্যক্তির মৃত্যু আইবিটিআরএ-তে ‘সার্টিফিকেশন কোর্স অন ট্রেজারি ডিলিংস’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা শুরু শহীদ ছাত্র জনতার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও আলোচনা সভা চকবাজার থানা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল সিলেটে তাপমাত্রা ৩৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস স্ট্যান্ডার্ড ব্যাংকের আয়োজনে ‘ইনভেস্টমেন্ট অপারেশনস্ অ্যান্ড ম্যানেজমেন্ট’ শীর্ষক প্রশিক্ষণ মেট্রোরেলে ১৮ দিনে আয় ২০ কোটি টাকা

ভৈরবে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাংচুর-লুটপাট, ব্যবসায়ীদের মানববন্ধন

ইমন মাহমুদ লিটন 
  • আপডেট : বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৬৭ Time View

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবে বাজারে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর ও লুটতরাজসহ ব্যবসায়ীদের আহত করার প্রতিবাদে মানবন্ধন অনুষ্টিত হয়েছে। 

আজ দুপুরে ভৈরব বাজার জামে মসজিদ রোডে হামলাকারীদের দ্রত গ্রেফতার ও বিচারের দাবীতে ঘন্টাব্যাপী এ মানববন্ধন করে ব্যবসায়ীরা ।  ভৈরব চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ এর সভাপতি আলহাজ্ব মোঃ হুমায়ুন কবিরের সভাপতিত্বে  এ সময় মানবন্ধনে বক্তব্য রাখেন, ব্যবসায়ী জাকির হোসেন, আরিফুল হক সুজন প্রমূখ ।মানববন্ধনে তারা হামলাকারীদের দ্রত গ্রেফতার করে শাস্তির দাবী জানান । অন্যথায় ব্যবসায়ীরা কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন ।

উল্লেখ্য, গত ১২ সেপ্টেম্বর বিকালে শহরের সন্ত্রাসী বিজন ও তার সমর্থকরা ভৈরব বাজারের ব্যবসা প্রতিষ্টানে ভাংচুর, চাদাঁবাজি, লুটপাট সহ ব্যসায়ীদের বেদড়ক পেটানো হয়। এ ঘটনার প্রতিবাদে আজ বৃহস্পতিবার মানববন্ধন করা হয়। ভুক্তভোগীদের অভিযোগ অনতিবিলম্ভে সন্ত্রাসী বিজনসহ হামলাকারিদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তি দাবী জানান।

এ বিষয়ে অভিযুক্ত বিজন জানান, আমার বাপ-দাদার সম্পত্তি। আমি আদালতের শরণাপন্ন হয়ে কিশোরগঞ্জ বিজ্ঞ জজ দ্বিতীয় আদালতে বাটোয়ারা মোকদ্দমা নং ৩৬/১১, বাজিতপুর বিজ্ঞ জজ আদালতে মোকদ্দমা নং ২১৬/২৩ দায়ের করেছি। এছাড়াও জায়গার উপর ১৪৪, ১৪৫ ধারা জারি করা রয়েছে। আদালতের রায় অমান্য করে প্রশাসনকে ম্যানেজ করে জাকির গংরা জমিতে প্রতিষ্ঠান নির্মাণে কাজ চালিয়ে যাচ্ছে। আমি তাদের বাঁধা দিলে সেখানে হট্টগোল সৃষ্টি হয়। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। তারা যেন নির্মাণ কাজ বন্ধ রাখে। ইতিমধ্যে ভূমির বিরুদ্ধে মামলা চলমান থাকা সত্তে¡ও ভূমিদস্যুরা ফ্লাট পজিশনের নামে মানুষের কাজ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে। এমতাবস্থায় আমরা মাইক দিয়ে পোস্টার ব্যানার ফেস্টুন মাধ্যমে মোকদ্দমা চলমান থাকার কথা জানিয়ে দেওয়ার পর ও আইন অবমাননা করে জোর পূর্বক তারা নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে। আমরা বাধা দিলে সংঘর্ষ বাধে।

এ বিষয়ে ভৈরব থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মাকছুদুল আলম সাংবাদিকদের বলেন, জমি নিয়ে দ্বন্ডে  ভাঙচুর হওয়ার ঘটনায় মসজিদ কমিটি ও ব্রাদার্স শপিং সেন্টারের মালিকপক্ষের দুটি অভিযোগ পেয়েছি। প্রয়োজনীয় ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2024 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS