বলিউড বাদশা শাহরুখ খানের ‘জওয়ান’ ঝড় যেন থামছেই না। প্রতিদিন পাল্লা দিয়ে সিনেমার আয় বাড়ছে। সাধারণত প্রথম দিনের তুলনায় দ্বিতীয়-তৃতীয় দিনের আয় কমে। তবে কিং খানের ক্ষেত্রে বিষয়টি ভিন্ন। মুক্তির প্রথম দিন থেকে ধারাবাহিকভাবে এই সিনেমার আয়ের পরিমাণ বেড়েই চলেছে।
রেড চিলিস ইন্টারটেইনমেন্টের একটি টুইট বার্তা থেকে জানা যায়, ‘জওয়ান’ মুক্তির পর চতুর্থ দিনেই ৫২০ কোটি রুপি আয় ছাড়িয়েছে ছবিটির বক্স অফিস কালেকশন।
হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদন থেকে জানা যায়, প্রথম দিনে বিশ্বব্যাপী ১৫০ কোটি টাকা আয় করেছে শাহরুখ অভিনীত ‘জওয়ান’ সিনেমা।
ভারতীয় বক্স অফিসের তথ্যমতে, দ্বিতীয় দিনে সব ভাষা মিলিয়ে শুধু ভারতে ৫৩ কোটি টাকা আয় করেছে সিনেমাটি। এ ছাড়া তৃতীয় দিনে সিনেমাটির আয় বেড়েছে প্রায় ৪০ শতাংশ।
সব মিলিয়ে চতুর্থ দিনে এসে ‘জওয়ান’ সিনেমার মোট আয় দাড়িয়েছে ১৪০-১৫০ কোটি রুপি। বিশ্বব্যাপী ছবিটি মুক্তির চার দিনের মাথায় ৫২০.৭৯ কোটি বক্স অফিস কালেকশন করেছে।
হিন্দি, তামিল ও তেলেগু ভাষায় মুক্তি পেয়েছে অ্যাটলি পরিচালিত ‘জওয়ান’। এ প্রথমবার নয়নতারার বিপরীতে দেখা যাচ্ছে শাহরুখকে। নয়নতারা ছাড়াও শাহরুখের এ ছবিতে আরও অভিনয় করেছেন সানিয়া মালহোত্রা, বিজয় সেতুপতি, প্রিয়মণির মতো তারকারা। বিশেষ চরিত্রে রয়েছেন দীপিকা পাড়ুকোন।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply