আগামী ৭ সেপ্টেম্বর বাংলাদেশে মুক্তি পেতে যাচ্ছে বলিউড সিনেমা ‘জওয়ান’। সারা বিশ্বে একই দিনে মুক্তি পাবে শাহরুখ খান অভিনীত এ সিনমোটি।
অ্যাটলি কুমার পরিচালিত ‘জওয়ান’ সিনেমাটি আমদানির অনুমতি দিয়েছে তথ্য মন্ত্রণালয়। সিনেমাটি বাংলাদেশে আমদানি করেছে অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট আর রংধনু গ্রুপ।
এর আগে, ৭টি পরিবর্তনের বিনিময়ে সেন্সরের ইউ/এ ক্যাটাগরির সার্টিফিকেট পেয়েছে ‘জওয়ান’ সিনেমাটি।
এ সনদের অর্থ হলো, সিনেমাটি বানানো হয়েছে মাঝবয়সী দর্শকদের কথা মাথায় রেখে। তবে বাবা-মায়ের অনুমতিতে ১২ বছরের কম বয়সীরাও দেখতে পারবে।
জানা যায়, ‘জওয়ান’ সিনেমায় ছয়জন বিশিষ্ট স্টান্ট পরিচালক দিয়ে অ্যাকশন দৃশ্যগুলো করা হয়েছে। এর আগে এই স্টান্ট পরিচালকরা অ্যাভেঞ্জারস এবং স্টার ট্রেকের মতো সিনেমায় কাজ করেছেন।
কিং খানকে নতুনরূপে পর্দায় দেখতে অপেক্ষায় দর্শকরা। হিন্দি, তামিল ও তেলেগু ভাষায় মুক্তি পাবে ‘জওয়ান’ সিনেমাটি।
সিনেমাটিতে আরও অভিনয় করেছেন নয়নতারা, বিজয় সেতুপতি, সানিয়া মালহোত্রা, প্রিয়ামণি, যোগী বাবু প্রমুখ।
Design & Developed By: ECONOMIC NEWS