বিয়ের পিঁড়িতে বসছেন ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেতা চাষী আলম। যাকে সবাই ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের হাবু ভাই নামেই জানে। শুক্রবার (২৫ আগস্ট) রাজধানীর গুলশানের একটি রেস্তোরাঁয় পারিবারিক আয়োজনে এ বিয়ের অনুষ্ঠান হবে।
জানা গেছে, পাত্রীর নাম তুলতুল। তিনি ঢাকায় একটি বিশ্ববিদ্যালয়ে স্নাতকে পড়াশোনা করছেন।
হলুদ সন্ধ্যায় চাষী আলম জানান, পারিবারিক পছন্দেই বিয়ে করছেন তিনি। বিয়ের পর হানিমুনে ইউরোপে যাওয়ারও ইচ্ছে রয়েছে তার। তবে তার আগে হাতে কিছু কাজ আছে, সেগুলো শেষ করেই হানিমুনে যাবেন।
তিনি আরও বলেন, কিছুদিন আগে পরিবার থেকে মেয়ে দেখা হয়েছিল। আমাদের সকলেরই পছন্দ হয় মেয়েকে। এর পরেই বাড়িতে গায়ে হলুদের আয়োজন। ২৫ আগস্ট (শুক্রবার) গুলশানে একটি রেস্তোরাঁয় বিয়ের অনুষ্ঠান হবে।
দীর্ঘ সময় অভিনয়ের সঙ্গে যুক্ত থাকলেও ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটক দিয়ে বেশ জনপ্রিয়তা পান চাষী আলম। এরপর নিয়মিত বিভিন্ন নাটকে অভিনয় করতে দেখা গেছে তাকে। সবশেষ গত ঈদে কাজল আরেফিন অমি পরিচালিত দুটি নাটক ‘কিডনি’ ও ‘ফিমেল-৩’ বেশ সাড়া ফেলেছে দর্শকমহলে।
Design & Developed By: ECONOMIC NEWS