শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ১০:২৫ পূর্বাহ্ন

ফুলছড়িতে আ’লীগের কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে মানহানিকর মন্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : মঙ্গলবার, ১৫ মার্চ, ২০২২
  • ৪২১ Time View

ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি: আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মানহানিকর মন্তব্যের প্রতিবাদ জানিয়েছে ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের নব-নির্বাচিত নেতৃবৃন্দ। মঙ্গলবার বিকেলে ফুলছড়ি উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে সংবাদ সম্মেলনে প্রতিবাদ জানিয়ে উপজেলা আওয়ামী লীগের নব নির্বাচিত কমিটির সভাপতি জিএম সেলিম পারভেজ বলেন, গত ১৪ মার্চ উপজেলার একাডেমী উচ্চ বিদ্যালয় মাঠে ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়। সম্মেলনে কিছু দুস্কৃতিকারী বিশৃঙ্খলার সৃষ্টি করলে কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ বিচক্ষণতার পরিচয় দিয়ে সফলভাবে সম্মেলন শেষ করেন। পরবর্তীতে গাইবান্ধা সার্কিট হাউজে কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে সর্বসম্মতিক্রমে জিএম সেলিম পারভেজকে সভাপতি ও ফারজানা রাব্বী বুবলীকে সাধারণ সম্পাদক করে ৭ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য শাজাহান খান। এসময় উপস্থিত আওয়ামী লীগের সকল স্তরের নেতৃবৃন্দ নব-গঠিত কমিটিকে স্বাগত ও অভিনন্দন জানিয়ে সকল বিভেদ ভুলে একসাথে কাজ করার অঙ্গীকার করেন। কমিটি ঘোষণার পর থেকে ফুলছড়ি উপজেলার সর্বস্তরের মানুষের মধ্যে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। নব নির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক ফারজানা রাব্বী বুবলী বলেন, ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের একটি সুশৃঙ্খল ও যোগ্য নেতৃত্বে নেতাকর্মীরা যখন উজ্জীবিত ও উদ্ভাসিত তখনি বহিরাগত একটি কুচক্রি মহল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জাতির জনকের কন্যা জননেত্রী শেখ হাসিনা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের নামে মিথ্যা, ভিত্তিহীন, অসত্য ও মানহানিকর মন্তব্য করছে। সম্মেলনে উপস্থিত হয়ে আমি যতটুকু জেনেছি জননেত্রী শেখ হাসিনার হাতে গড়া বাংলাদেশ আওয়ামী লীগের যোগ্য কেন্দ্রীয় নেতাদের নামে যে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন মন্তব্য করেছে তা সম্পূর্ণ বেআইনি এবং অপরাধের শামিল। আমরা কেন্দ্্রীয় নেতাদের নামে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন মন্তব্যের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। সেই সাথে আইন অমান্যকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারীদের অনুরোধ করছি। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন নব নির্বাচিত কমিটির সহ-সভাপতি অশ্বিনী কুমার বর্মন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদ হাসান সুজা, সাংগঠনিক সম্পাদক সুমন মিয়া সহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2024 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS