মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫, ১১:০১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
জুলাই গণ–অভ্যুত্থানের শহীদদের ‘জাতীয় বীর’ ঘোষণা ইউনিয়ন ব্যাংকের তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন এবি ব্যাংক-এর ৪৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ইসলামী ব্যাংকের নবনিযুক্ত এমডি’র সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত ৫ আগস্ট ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে রূপগঞ্জে যুবদলের মোটরসাইকেল শোভাযাত্রা  মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল এর জুলাই পুনর্জাগরণ ২০২৫ উদযাপন ফ্যাসিবাদী সরকারের পতন দিবসে নব্য ফ্যাসিবাদী অন্তর্বর্তীকালীন সরকারের পদত্যাগ দাবী করেছে ৫ দলীয় বাম জোট ট্রাস্ট ব্যাংকের ১ বিলিয়ন ডলারের রেমিট্যান্স অর্জন ভয় নেই তার-  লায়ন মোঃ গনি মিয়া বাবুল  হবিগঞ্জে হাতকড়াসহ পালালেন আওয়ামী লীগ  নেতা

জমকালো আয়োজনে শেষ হলো ‘ঢাকা সামার কন ২০২৩’

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বুধবার, ১৯ জুলাই, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ নানান রকম বিনোদনের উপকরণ ও কার্যক্রম নিয়ে ১৩, ১৪ ও ১৫ জুলাই ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি) এর হল ৩ এবং হল ৪ এ তিনদিন ব্যাপী অনুষ্ঠিত হয়েছে দেশের সবচেয়ে বড় পপ কালচার ফেস্টিভ্যাল “ঢাকা সামার কন ২০২৩”। ঢাকা সামার কনের প্রতিটি দিনই রয়ে গেছে তারুণ্যের জোয়ার।

তিন দিনব্যাপী এই কনসার্টের প্রথম দিন ১৩ জুলাই পারফর্ম করে আটটি ব্যান্ড। এগুলো হলো, ‘ওল্ড ঢাকা ডায়েরিস’, ‘ফিরোজ জং’, ‘ইন্দালো’, ‘বাংলা ফাইভ’, ‘লেভেল ফাইভ’, ‘ওউনড’, ‘অড সিগনেচার’, ‘ড্যাডস ইন দ্য পার্ক’। এছাড়া পরিবেশনায় ছিল হাতিরপুল সেশনস, কে-পপ পারফরম্যান্স, রায়হান ইসলাম শুভসহ নানা আয়োজন।

দ্বিতীয় দিনের কার্যক্রমে ছিল গ্রুপ কসপ্লে, স্পেশাল কসপ্লে গ্রুপ পারফরম্যান্স এবং কার্টুন পিপলের প্যানেল আলোচনা। এছাড়া এদিন কে-পপ পরিবেশনা ও র‌্যাপ ব্যাটেলও ছিল বিশেষ আকর্ষণ হিসেবে। এদিকে কনসার্টে পারফর্ম করে মঞ্চ মাতিয়েছে, ‘মেসিয়ানিক এরা’, ‘নেইভ’, ‘এনকোর’, ‘সাবকনশাস’, ‘আফটারম্যাথ’, ‘সোনার বাংলা সার্কাস’, ‘অ্যাশেজ’, ‘ব্রহ্মপুত্র’, ‘ক্রিপটিক ফেইট’ ও ‘আর্টসেল’।

আয়োজনের শেষ দিনের পরিবেশনায় ছিল ‘আপেক্ষিক’, ‘মেকানিক্স’, ‘কার্নিভাল’, ‘ব্ল্যাক’, ‘আরবোভাইরাস’, ‘অ্যাভয়েড রাফা’ ও ‘ওয়ারফেইজ’ ব্যান্ডগুলো। পাশাপাশি পারফর্ম করেন এ কে রাহুল, ব্ল্যাক জ্যাং ও শাফায়েত। উন্মাদের ৪৫ বছর উপলক্ষে আহসান হাবীবের উপস্থিতিতে প্যানেল আলোচনা হয়েছে। কে-পপ এবং হিপ-পপ পারফরম্যান্স ছিল। কসপ্লে কমম্পিটিশনের মূল্যায়ন করেন বিদেশি অভিজ্ঞ বিচারক।

ঢাকা সামার কন ২০২৩’র কনভেনর এবং মিডিয়াকোয়েস্ট বাংলাদেশ-এর সহ-প্রতিষ্ঠাতা তারিকুল সুমন বলেন, ‘দেশের জনপ্রিয় সকল সঙ্গীত ব্যান্ডগুলোর মিলন মেলায় পরিনত হয়েছে ঢাকা সামার কনের মঞ্চ। শুধু কনসার্ট নয়, দেশের সবচেয়ে বড় পপ কালচার উৎসব এটি। কসপ্লে, কমিকন, কে-পপ, কনসার্ট আয়োজনের প্রত্যেকটি সেক্টরে তরুণদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো’।

এই ফেস্টিভ্যাল আয়োজন করেছে দেশের শীর্ষ স্থানীয় ইভেন্ট ম্যানেজমেন্ট ও জনসংযোগ কোম্পানি মিডিয়াকোয়েস্ট বাংলাদেশ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2025 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS