নন্দিত অভিনেত্রী মিতা চৌধুরী মৃত্যুবরণ করেছেন। লন্ডনে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
বৃহস্পতিবার (২৯ জুন) রাতে অভিনয় শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘মিতা চৌধুরী ক্যান্সারে ভুগছিলেন। বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় তিনি মৃত্যুবরণ করেন।’
মিতা চৌধুরী স্কুলজীবন থেকেই অভিনয় শুরু করেন। দীর্ঘ অভিনয় জীবনে তিনি অসংখ্য টেলিভিশন নাটক ও থিয়েটার নাটকে কাজ করেছেন। তার বিখ্যাত কাজের মধ্যে আছে, বরফ গলা নদী, ডলস হাউজ ইত্যাদি।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply