নিজস্ব প্রতিনিধিঃ শিল্পকর্মের একটি প্রাচীন শাখা হিসেবে চিত্রকর্ম বেশ প্রসিদ্ধ। কালের বিবর্তনে নানা পরিবর্তন আসলেও এখনো তার নিজের মর্যাদা অক্ষুণ্ণ রেখেছে এ শাখাটি। আর তাই তো বয়োজ্যেষ্ঠদের পাশাপাশি তরুণদের মাঝেও জনপ্রিয়তা পাচ্ছে চিত্রকর্ম।
এমনই এক তরুণ হলেন খন্দকার ফারদিন ইসলাম যিনি বর্তমানে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগে অধ্যয়নরত আছেন। তবে তার আরেকটি পরিচয় হলো তিনি একজন চিত্রশিল্পী। ব্যক্তি ও সমাজ জীবনের নানা বিষয় তিনি তুলে ধরেন তার চিত্রকর্মে।
চিত্রকর্মে হাতেখড়ি কীভাবে এমন প্রশ্নের জবাবে ফারদিন বলেন, “ছোটবেলা থেকেই ছবি আঁকার উপর একটি ভালো লাগা কাজ করত। তখন থেকে সময় পেলেই নিজের মনের সুপ্ত বাসনাগুলোকে রংয়ের তুলিতে রাঙিয়ে তুলতাম। আর সে থেকেই এ শিল্পের সাথে পথচলা যা আজও অব্যাহত আছে।”
ফারদিন আরো বলেন, “যখন মাধ্যমিকে পড়তাম তখন ছবি আঁকায় বেশ সময় দিতাম। এটি আমার কাছে খুবই ভালো লাগার একটি বিষয় ছিল। মাঝে কিছুদিন পড়ালেখায় ব্যস্ত থাকার কারণে ছবি আঁকায় খুব বেশি সময় দিতে পারি নি। তবে এখন আবার পুরোদমে কাজ করা হচ্ছে।”
তবে শুধু রংতুলিতেই সীমাবদ্ধ থাকেননি ফারদিন। তথ্য প্রযুক্তির এ যুগে প্রযুক্তির সাথে তাল মিলিয়ে তিনি বৈচিত্র্য এনেছেন তার শিল্পকর্মে। গ্রাফিক্স এবং এনিমেশনের ব্যবহারের মাধ্যমে তিনি তার কর্মের আওতা বাড়িয়েছেন বহুগুণ।
সমসাময়িক বিষয়াবলি নিয়ে আঁকতে ভালোবাসেন ফারদিন। এছাড়া মানুষের মুখায়বকে চিত্রের মাধ্যমে তুলে ধরার কাজটিও নিয়মিত করে যাচ্ছেন তিনি। এসব কাজের মাধ্যমে বর্তমানে বেশ প্রশংসাও পাচ্ছেন ফারদিন।
ফারদিন জানান, “চিত্রকর্মকে আমি পেশা হিসেবে নয়, বরং শখ হিসেবে ভাবতেই বেশি পছন্দ করি। আমি মনে করি আমাদের জীবনে কাজের পাশাপাশি নিজেকে মানসিকভাবে সুস্থ ও প্রফুল্ল রাখতে চিত্রকর্ম একটি গুরুত্বপূর্ণ বিষয়। আর তাই তো শত ব্যস্ততার মাঝেও এটিকে সবার মাঝে ছড়িয়ে দিতে আমি কাজ করে যাচ্ছি।”
তিনি আরো জানান, “তরুণরা যারা চিত্রকর্ম নিয়ে ভাবতে পছন্দ করেন তাদেরকে উৎসাহিত করাও আমার একটি অন্যতম লক্ষ্য। যেহেতু এখানে আর্থিক ব্যয়ের বিষয়টি খুবই কম, তাই আগ্রহ থাকলে যে কেউ এ শিল্পে এগিয়ে যেতে পারবেন বলে আমি বিশ্বাস করি।”
বর্তমানে তিনি ‘ফারদিন ইসলাম’ নামক ফেসবুক পেইজ এবং ইস্টাগ্রামে ‘হু ফারদিন’ নামে তার চিত্রকর্ম পরিচালনা করে আসছেন। ভবিষ্যতে এসব কাজ আরো বহুদূর এগিয়ে যাবে বলে আশা করেন ফারদিন।
Design & Developed By: ECONOMIC NEWS