উখিয়া: কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের মনখালী থেকে সাদিয়া আক্তার নামের এক মহিলার লাশ উদ্ধার করেছে পুলিশ। সে জালিয়াপালং ইউনিয়ন পাইন্যাশিয়া গ্রামের আবদুল কাদেরের মেয়ে।
রবিবার(২৫ জুন) দুপুরে ছেপটখালী মনির উল্লাহর বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। জানা যায়, ৯ মাস আগে রাজাপালং ইউনিয়নের তুতুরবিল এলাকার আবুল হোছনের ছেলে কাউছারের সাথে প্রেমের সম্পর্কের পর সাদিয়ার বিবাহ হয়। দুইজনের পরিবার বিবাহের বিষয়টি মেনে না নেওয়ায় তারা ৪/৫ দিন আগে থেকে ছেপটখালীর মনির উল্লাহর ভাড়া বাসায় অবস্থান করছিলেন। ঘটনার পরপরই ভাড়া বাসার মালিক মনির উল্লাহ ও অভিযুক্ত কাউছার গা ঢাকা দিয়েছে বলে জানা যায়।
লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেন ইনানী পুলিশ ফাঁড়ির আইসি মো. শাহজাহান। তিনি বলেন,” রবিবার দুপুরে ছেপটখালী মনির উল্লাহর বাসা থেকে এক মহিলার মরদেহ উদ্ধার করি। প্রাথমিক সুরতহাল তৈরি করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।”
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply