মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫, ০২:০৭ অপরাহ্ন

আসছে ঢাকা সামার কন ফেস্টিভালের থিম সং ‘এস্কেপ’

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ দেশে অনুষ্ঠিতব্য পপ কালচার ফেস্টিভাল ‘ঢাকা সামার কন ২০২৩’ এর উত্তেজনায় এক নতুন মাত্রা যোগ করতে প্রকাশ পেতে যাচ্ছে ‘ঢাকা সামার কন’ থিম সং ‘এস্কেপ’; যা কোন ফেস্টিভালের জন্য প্রথমবারের মত তৈরি করা থিম সং। অনন্য ধারার এই আয়োজনের গান নির্মাণে স্বনামধন্য হেভি মেটাল ব্যান্ড মেকানিক্স এর সাথে তারকা শিল্পী রাফা, শিশির আহমেদ এবং ব্ল্যাক জ্যাং যুক্ত হয়েছেন। শীঘ্রই গানটি এর মিউজিক ভিডিও সহ ‘ঢাকা সামার কন’ এর অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং সর্বোপরি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে প্রকাশ পাবে।

‘এস্কেপ’ গানটি লিখেছেন মেকানিক্স ব্যান্ডের স্বনামধন্য ড্রামার শেখ এম রিয়াজ। গানটি শিশির আহমেদ, মেকানিক্স ব্যান্ড, রায়েফ আল হাসান রাফা ও ব্ল্যাক জ্যাং এর যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে। পপ-কালচার নিয়ে তরুণ-তরুণী ও কিশোর কিশোরীরাই মূলত অধিক মাত্রায় যুক্ত, তাই তাদের কথা ভেবেই গানটি রচনা করা হয়েছে। তরুণরা হয় উদ্যম, কিশোর-কিশোরী হয় সাহসী, তাদের জানার প্রয়াস অনেক বেশি থাকে, নতুনকে তারা সুন্দরের মত করেই গ্রহন করে তাই তাদের মাঝে আত্মবিশ্বাস তৈরি ও অনুপ্ররণা যোগাতে সর্বোপরি তারুণ্যের এই স্পৃহা, নির্ভিকতা, স্বাধীনচেতা, সৃজনশীলতাকে জাগ্রত ও উদ্ধুদ্ধ করাই ‘এস্কেপ’ গানটির লক্ষ্য।

প্রখ্যাত সঙ্গীত তারকা শিশির আহমেদ বলেন, ‘কমিকক্স আর কসপ্লে নিয়ে আমি বরাবরই বেশ সাগ্রহী আর পেশা ও আবেগের জায়গা থেকে মিউজিকের সাথে আমি ওতোপ্রোত ভাবে জড়িত। এর সব কিছুই একসাথে উপভোগ করার একটা সুযোগ করে দিচ্ছে ঢাকা সামার কন। এমন একটা প্ল্যাটফর্ম আমাদের দেশে দরকার ছিল, সেই চিন্তা থেকেই সামার কনের থিম সং ‘এস্কেপ’ গানটি নিয়ে এসেছি আমরা। শুরু থেকেই আমরা সবাই একত্রিত হয়ে গানটি নিয়ে কাজ করছি। সেদিক থেকে গানটি আমাদের জন্য সবাই এক হয়ে কিছু করার একটা তাগিদ ও একত্রিত হবার একটা সুযোগ করে দিয়েছে। আমি ‘এস্কেপ’ গানের সর্বোপরি পরিচালনা ও তত্ত্বাবধায়নে কাজ করেছি। এই ধরনের একটি গান শ্রোতাদের জন্যও ভিন্নধর্মী একটি অভিজ্ঞতা দিবে বলেই আশা করছি।’

জনপ্রিয় হেভি মেটাল ব্যান্ড মেকানিক্স ‘এস্কেপ’ গানটির সংযোজনা করেছে। মেকানিক্সের ভোকাল আফতাবুজ্জামান ত্রিদিব থিম সং নিয়ে বলেন, ‘মেকানিক্স সব সময় ফ্যানদের নতুন কিছু দিতে প্রতিশ্রুতিবদ্ধ। ঢাকা সামার কনের এই থিম সং নিয়েও আমাদের পরিকল্পনা তেমনি। মিউজিক নিয়ে কাজ করার ক্ষেত্রে সবচেয়ে বেশি জোর দিতে হয় আমাদের ফ্যান ও শ্রোতাদের চাহিদা ও রুচির দিকে। আমরা সেই চিন্তা থেকেই ‘এস্কেপ’ গানটি তৈরি করেছি। এটাই আমাদের দেশে সর্ব প্রথম কোন ফেস্টিভাল কেন্দ্রিক গান। থিম সং নিয়ে কাজের সময় রাফা, শিশির ভাই আর ব্ল্যাক জ্যাং-এর সাথে কাজ করার সময় আমরা একটা দারুন সময় পার করেছি। আমি আশা করবো সবাই গানটি শুনবে ও ঢাকা সামার কনে অংশগ্রহনের মাধ্যমে ফেস্টিভালকে সফল করবেন।’

মেকানিক্স ব্যান্ডের ড্রামার শেখ এম রিয়াজ নিজে এই গানের লিরিক্স লিখেছেন। গানটি নিয়ে তিনি বলেন, ‘ঢাকা সামার কন একটি অনন্য উদ্যোগ। এই ব্যতিক্রমধর্মী উদ্যোগে, একটি ব্যতিক্রমধর্মী গান ‘এস্কেপ’। কোন ইভেন্ট বা ফেস্টিভাল নিয়ে থিম সং করার পরিকল্পনা এটাই আমাদের দেশে প্রথম। শ্রোতাদেরকে আমরা একটি ভিন্ন ধাঁচের গান উপহার দেয়ার চেষ্টা থেকেই ‘এস্কেপ’ সৃষ্টি হয়। গানটির মূল মেসেজ হলো যেনো তরুণ সমাজ, জেন-জি বা টিন এজ গ্রুপ নিজেদেরকে প্রকাশ করতে পারে, নিজেদের মধ্যে আত্মবিশ্বাস সঞ্চার করতে পারে। আশা করছি ‘এস্কেপ’ গান ও ঢাকা সামার কন ভালো সাড়া পাবে।’

জনপ্রিয় ব্যান্ড তারকা রাফা ‘এস্কেপ’ নিয়ে বলেন, ‘সাধারণ থেকে বেরিয়ে এসে একটা অসাধারণ কিছু করার মধ্যেই আনন্দ বেশি। ঢাকা সামার কন এমনই একটা উদ্যোগ। আমি এমন একটা ফেস্টিভালের অংশ হয়েছি এটা আমার জন্যও একটা অন্যরকম অভিজ্ঞতা। ঢাকা সামার কন একটা পপ-কালচার ফেস্টিভাল, একই সাথে এটি দেশের প্রথম কোন ইভেন্ট যার একটি নিজস্ব থিম-সং হয়েছে। আর যেহেতু গানটি ইংরেজি ভাষায় করা হয়েছে আন্তর্জাতিক আঙ্গিকেও ভাল সাড়া পাওয়া যাবে বলে আমি মনে করি।’

হিপ হপ জগতের জনপ্রিয় শিল্পী ব্ল্যাক য্যাং ও আছেন ‘এস্কেপ’-এর প্রযোজনায়। গানের একটি অংশে তিনি র‍্যাপ করেছেন। ‘এস্কেপ’ নিয়ে ব্ল্যাক জ্যাং বলেন, ‘আমি পপ কালচার নিয়ে বরাবরই কাজ করে আসছি কিন্তু এমন একটা ফেস্টিভালের থিম সং এর কাজ করা এই প্রথম। শুরু থেকেই এই গানটা নিয়ে আমাদের প্ল্যান, চিন্তা ভাবনা আর প্রস্তুতি ভিন্ন ছিল। যেহেতু কাজটা অন্যরকম সুতরাং আশা করি শ্রোতারা পছন্দ করবে। মিউজিক ভিডিওর কাজের সময় সবাই একসাথে এক হয়ে কাজ করছি, এই এক্সপেরিয়েন্সটা ভাল ছিল। ঢাকা সামার কন যেমন পপ-কালচারকে একটি প্ল্যাটফর্ম দিতে সংকল্পবদ্ধ ঠিক সেটাই প্রকাশ পেয়েছে এই ‘এস্কেপ’ গানে। আমি খুবই এক্সাইটেড এবং চাই ‘এস্কেপ’ ও ঢাকা সামার কন এগিয়ে যাক।’

অন্যান্য দেশের মত এখন আমাদের দেশেও জনপ্রিয় হচ্ছে পপ কালচার। আর এই পপ কালচার ও সংযুক্ত কমিউনিটিগুলোকে একত্রিত করার জন্য আগামী ১৩, ১৪ ও ১৫ জুলাই রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি)’তে তিনদিন ব্যাপী অনুষ্ঠিত হবে দেশের সবচেয়ে বড় পপ কালচার ফেস্টিভ্যাল “ঢাকা সামার কন ২০২৩”।

কমিক, কসপ্লে, কনসার্ট, গেমিং, কে-পপ, হিপ-হপ, আর্ট সকল প্রকার বিনোদনের সমারহ নিয়ে প্রথমবারের মত এই ফেস্টিভাল আয়োজন করতে যাচ্ছে দেশের শীর্ষ স্থানীয় ইভেন্ট ম্যানেজমেন্ট ও জনসংযোগ প্রতিষ্ঠান মিডিয়াকোয়েস্ট বাংলাদেশ। মূলত একটি বিশ্বব্যাপী উৎসাহমূলক অভিজ্ঞতা ও সংশ্লিষ্ট কমিউনিটিতে একটি আন্তর্জাতিক মানের প্ল্যাটফর্ম তৈরির ধারণা থেকেই আয়োজিত হচ্ছে ঢাকা সামার কন।

ঢাকা সামার কন ২০২৩ নিয়ে বিস্তারিত তথ্য জানতে ভিজিট করুন অফিসিয়াল ফেসবুক পেজ’এ – https://www.facebook.com/dhakasummercon এ।

অফিসিয়াল ইভেন্ট পেজ- https://facebook.com/events/s/dhaka-summer-con-2023/196643493359105/

Please Share This Post in Your Social Media

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2025 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS