ঈদের দিনেই ‘কিসি কা ভাই কিসি কি জান’ মুক্তি পেয়েছিল ভারতে। ১০০ কোটির বেশি ব্যবসা না করলেও সিনেমা নিয়ে সালমান সন্তুষ্ট।
এদিকে বিশ্বজুড়ে বিশাল ইনিংস খেলার পর গত ১২ মে ‘পাঠান’ মুক্তি পেয়েছিল বাংলাদেশে। সেখানেও সাড়া ফেলেছেন শাহরুখ খান। উচ্ছ্বসিত দর্শক। সেই পথেই নাকি বাংলাদেশে মুক্তি পেতে চলেছে সালমান খান অভিনীত ‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমাটিও। যদিও এই সিনেমার বক্স অফিস সাফল্য ‘পাঠান’-এর সঙ্গে তুলনাতেই আসে না।
বলিউড ইন্ডাস্ট্রিতে ‘বাদশা’ একজনই। সালমান হয়ে রইলেন কারও ভাই, কারও ‘জান’ অর্থাৎ ‘ভাইজান’। শাহরুখ ৪ বছর পর পর্দায় প্রত্যাবর্তন করেই নজির গড়লেন ‘পাঠান’ দিয়ে। কিন্তু সালমান তেমনটি পারলেন না। ভারতে সিনেমাটি ব্যবসা সফল না হলেও, বাংলাদেশে বাজিমাত করতে যাচ্ছে সিনেমাটি- এমনটাই মনে করছেন সালমানভক্তরা।
একটি আমদানিকারক সংস্থা কিছুদিন আগেই বাংলাদেশ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে ‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমাটির মুক্তির জন্য আবেদন জানিয়েছিল। জানা গেছে, এরইমধ্যে মুক্তির অনুমতি পেয়ে গেছে সিনেমাটি।
-আনন্দবাজার
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply