মো: মামুন মোল্যা-
জ্যৈষ্ঠ মাসে খাঁ খাঁ রোদ্দুর ঝরছে দেহে ঘাম,
আম কাঁঠাল পাক ধরেছে
খোকা খোটে জাম।
গগন কোনে মেঘ করেছে
আয়রে খোকা ঘরে,
একটু পরে ঝড় উঠিবে
মেঘ ডাকিবে জোরে।
ঝড় ছেড়েছে ভীষণ রকম
ডাকছে পাড়ার ছেলে
আম পড়েছে তলা ভরে
কুড়াবো দলে দলে।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply