রোববার (২৮ মে) আইপিএলের ইতিহাসে প্রথমবার বৃষ্টির কারণে ফাইনাল খেলা ভেস্তে গিয়েছিল। সোমবার রিজার্ভ ডে’তেও সম্ভাবনা ছিল বৃষ্টির। সেই সম্ভাবনাকে গুড়িয়ে দিয়ে নির্দিষ্ট সময়েই খেলা গড়িয়েছে মাঠে। তবে দ্বিতীয় ইনিংসের শুরুতেই আবারও বৃষ্টি হানা দিয়েছে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে।
আইপিএলের ষোড়শ আসরে প্রথমবার ফাইনাল গড়িয়েছে রিজার্ভ ডে’তে। শিরোপা নির্ধারণী লড়াইয়ে টস হেরে প্রথমে ব্যাটিং করেছে গুজরাট টাইটান্স। সম্ভাবনা থাকলেও প্রথম ইনিংস কেটেছে বৃষ্টির কোনো শঙ্কা ছাড়াই। ইনিংস বিরতিতে চলেছে সমাপনী অনুষ্ঠান।
সমাপনী অনুষ্ঠানের পালা শেষ করে ব্যাটিংয়ে নেমেও গিয়েছিলেন চেন্নাইয়ের দুই ওপেনার রুতুরাজ গায়কোয়াড় এবং ডেভন কনওয়ে। কিন্তু তিন বল মাঠে গড়ানোর পরেই নামে মুষলধারে বৃষ্টি। বৃষ্টির কারণে খেলা আপাতত বন্ধ রয়েছে। বৃষ্টির আগে তিন বলে চার রান করেছে চেন্নাই।
ম্যাচে ফলাফল আসতে হলে খেলা মাঠে গড়াতে হবে ন্যুনতম পাঁচ ওভার। তবে বৃষ্টির কারণে খেলা আর মাঠে না গড়ালে পয়েন্ট টেবিলে এগিয়ে থাকায় গুজরাট হবে টানা দ্বিতীয়বারের চ্যাম্পিয়ন। তনে ফাইনাল ম্যাচ হওয়ায় ম্যাচের জন্য নির্ধারিত সময় থাকছে একটু বেশিই। তাই চেন্নাই ভক্তরা আশাবাদী হতেই পারেন।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply