খুলনায় পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।
শুক্রবার (১৯ মে) বিকেল সোয়া ৪টার দিকে খুলনা প্রেসক্লাবের সামনে এ ঘটনা ঘটে। অনুমতি না নিয়েই বিএনপির নেতাকর্মীরা সমাবেশের জন্য সড়ক অবরোধ করলে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
সমাবেশে লাঠিচার্জ করেছে পুলিশ। নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে এ সময় বেশ কয়েক রাউন্ড টিয়ার গ্যাস নিক্ষেপ করা হয়। এতে বিএনপির অন্তত ২০ নেতাকর্মী আহত ও বেশ কয়েকজনকে আটক করা হয়েছে বলে অভিযোগ দলটির।
খুলনার ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, অভ্যন্তরীণ সভা করার কথা থাকলেও বিএনপির নেতাকর্মীরা সড়কে সমাবেশ শুরু করলে পুলিশ তাদের বাধা দেন। এ সময় তারা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়ে ও হামলা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply