টুইটারের নতুন সিইওর নাম ঘোষণা করেছেন ইলন মাস্ক। এই পদের জন্য তিনি লিন্ডা ইয়াকারিনোকে নির্বাচিত করেছেন।
এখন থেকে লিন্ডা ইয়াকারিনোই টুইটারের প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করবেন। এতোদিন গুরুত্বপূর্ণ এই দায়িত্ব তিনিই সামলাচ্ছিলেন।
শনিবার (১৩ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
শুক্রবার (১২ মে) এক টুইটে ইলন মাস্ক বলেন, এনবিসি ইউনিভার্সালের বিজ্ঞাপন বিভাগের সাবেক প্রধান লিন্ডা ইয়াকারিনো এ সাইটটির (টুইটার) ব্যবসায়িক কার্যক্রম তদারকিতে নেতৃত্ব দেবেন।
সিইওর চলতি পদ ছেড়ে মাস্ক নির্বাহী চেয়ারম্যান ও প্রধান প্রযুক্তি কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন। আর টেসলা এবং রকেট নির্মাণ কোম্পানি স্পেসএক্সসহ তার অন্যান্য ব্যবসায় মনোযোগী হবেন।
মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্ট তাদের প্রতিবেদনে বলেছে, নতুন পদে লিন্ডা যোগ দিতে আরও দেড় মাস সময় নিলেও এ ঘোষণা সেবাটিতে বিজ্ঞাপনদাতাসহ বিভিন্ন স্টেকহোল্ডারের মনে ভরসা যোগাবে।
প্রসঙ্গত, গত বছর চার হাজার চারশ কোটি ডলারে এই সামাজিক মাধ্যম প্ল্যাটফর্মটি কেনেন মাস্ক। এরপর থেকেই এর জন্য নেতৃত্ব দেওয়ার লোক খুঁজছিলেন তিনি।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply