লিওনেল মেসি ও নেইমার জুনিয়র। দুজনেই তারকা ফুটবলার। একজন খেলেন আর্জেন্টিনার হয়ে এবং আরেকজন ব্রাজিলের। তবে ক্লাব ফুটবলে দুজনেই মিলেছেন একই কাতারে–পিএসজিতে। কিন্তু সম্প্রতি সেই সম্পর্ক হয়তো ছেদ হতে চলেছে।
আগামী দু-মাসের মধ্যেই ভিন্ন ঠিকানায় দেখা যেতে পারে মেসি ও নেইমারকে। ইউরোপের গণমাধ্যমের খবর ঠিক হলে, এলএম টেনের বার্সেলোনায় ফেরা প্রায় নিশ্চিত। অন্যদিকে নেইমারও পিএসজিতে থাকতে খুব একটা আগ্রহী নন। তাতে দুজন আর ক্লাব সতীর্থ থাকছেন না।
মেসিকে বার্সায় ফেরাতে এরই মধ্যে লা লিগা কর্তৃপক্ষের সঙ্গে কথাও বলেছে ক্লাবটি। বিষয়টি নিশ্চিত করেছেন ক্লাবটির কোচ জাভি হার্নান্দেজ নিজেই। আর মালিকানা পেলে পিএসজি থেকে নেইমারকে ম্যানচেস্টার ইউনাইটেডে উড়িয়ে আনতে চান কাতারি রাজপরিবারের সদস্য শেখ জসিম।
বার্সেলোনার সঙ্গে মেসির আত্মার সম্পর্ক। ক্যারিয়ারের প্রায় পুরোটাই কাটিয়েছেন ক্যাম্প ন্যুতে। ক্লাবটির সঙ্গে বিচ্ছেদে কিংবদন্তির সঙ্গে কেঁদেছিলেন কোটি সমর্থকও। ক্লাবটির পরিচালনা পর্ষদে পরিবর্তন আসার পর আবারও শুরু হয়েছে মেসির বার্সায় ফেরার গুঞ্জন।
গত এক মাসে ধীরে ধীরে মেসির বার্সায় ফেরার খবর জোরালো হচ্ছে। মেসিকে আবারও বার্সায় ফেরানোর বাসনা গোপন রাখেনি ক্লাব কর্তৃপক্ষও। সম্প্রতি সংবাদ সম্মেলনে মেসির ফেরার বিষয়ে কথাও বলেছেন জাভি।
কোন প্রক্রিয়ায় বিশ্বকাপজয়ী তারকা ফিরবেন ক্লাবে, সে বিষয়ে লা লিগা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেছেন বার্সার কর্তাব্যক্তিরা। ইউরোপের বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, মেসি মৌখিকভাবে চুক্তি স্বাক্ষরের বিষয়ে সম্মতি জানিয়েছেন। এ ছাড়া কিছু ওয়েবসাইট পোল করেছে মেসির নতুন ঠিকানা নিয়ে। সেখানেও এগিয়ে বার্সার নাম।
তবে মেসির ক্ষেত্রে আসছে ভিন্ন ক্লাবের নামও। সৌদি মালিকানাধীন নিউক্যাসল ইউনাইটেডও হতে পারে মেসির নতুন ঠিকানা। যদিও সে সম্ভাবনা ক্ষীণ বলাই যায়। আপাতত বার্সা ও মেসি সমর্থকরা আরও একটা পুনর্মিলনের স্বপ্ন দেখছেন।
এদিকে মেসির বন্ধু ও ক্লাব সতীর্থ নেইমারও খুব একটা স্বস্তিতে নেই পিএসজিতে। যে লক্ষ্যে রেকর্ড ট্রান্সফার ফি দিয়ে নেইমারকে দলে নিয়েছিল প্যারিসের ক্লাবটি, তার ছিটেফোঁটাও অর্জন হয়নি। পিএসজির সঙ্গে ২০২৫-এর জুন পর্যন্ত চুক্তি থাকলেও তার আগেই ক্লাব ছাড়তে পারেন ৩১ বছর বয়সী ব্রাজিলিয়ান সুপারস্টার।
নেইমারকে কিনতে আগ্রহী ইপিএলের দুটি ক্লাব। আগে থেকেই শোনা যাচ্ছিল চেলসির নাম। সেখানে নতুন করে যুক্ত হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ওল্ড ট্রাফোর্ডের ক্লাবটির মালিকানা নিতে ৫০০ কোটি পাউন্ডের প্রস্তাব করেছেন কাতার রাজপরিবারের সদস্য শেখ জসিম।
ইউনাইটেডের মালিকানা পেলে প্রথম পছন্দ হিসেবে নেইমারকে দলে ভেড়াতে চান শেখ জসিম। ফলে পিএসজি থেকে ব্রাজিল তারকাকে উড়িয়ে আনতে অর্থ কোনো সমস্যা হবে না, সেটি বলাই যায়। নেইমারকে হয়তো চড়া বেতনও দিতে কার্পণ্য করবেন না শেখ জসিম। তবে তার আগে ইংল্যান্ডের সবচেয়ে সফল ক্লাবটির মালিকানা নিতে হবে এই কাতারিকে।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply