ঈদ উপলক্ষে চ্যানেল আই ও গান বাংলা প্রথমবারের মতো ‘ঈদ মিউজিক কুইজ’ ইভেন্ট আয়োজন করেছে। ভিডিও দেখে চারটি প্রশ্নের সঠিক উত্তর দিয়ে জিতে নেয়া যাবে নগদ এক লাখ টাকা পুরস্কার!
কুইজে অংশ নিতে শুনতে হবে গান বাংলার নতুন গান ‘ভুল করো না’। ট্র্যাকের লিরিক্যাল ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় চ্যানেল আই ও গান বাংলার উভয় চ্যানেলেই প্রকাশ পেয়েছে।
তবে গানটি সম্পর্কে অন্য কোনো তথ্য প্রকাশ্যে আসেনি। এবার গানটির স্পেসিফিকেশন অনুমান করার জন্য সংগীতপ্রেমী ও শ্রোতাদের চ্যালেঞ্জ জানিয়েছে চ্যানেলদুটি।
ভুল না করে – ‘ভুল করো না’ গানটির লিরিক্যাল ভিডিওটি দেখে যে চারটি প্রশ্নের সঠিক উত্তর দিয়ে জিতে নেয়া যাবে নগদ এক লাখ টাকা পুরস্কার–
প্রশ্ন ০১: গানটি কে গেয়েছেন?
প্রশ্ন ০২: গানটি কে লিখেছেন?
প্রশ্ন ০৩: গানটি কে সুর করেছেন?
প্রশ্ন ০৪: কোন প্রযোজনা প্রতিষ্ঠান থেকে গানটি প্রকাশিত হতে যাচ্ছে?
সঠিক উত্তর লিখে নিজের নাম ও মোবাইল নম্বরসহ আগামী ৩০ এপ্রিলের মধ্যে পাঠিয়ে দিন bhulkorona@gmail.com অ্যাড্রেসে।
আর সেই সঙ্গে #bhulkorona লিখে গানটি শেয়ার করুন নিজের ফেসবুক ওয়ালে।
সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে লটারির মাধ্যমে একজনকে নির্বাচিত করে পুরস্কার হিসেবে দেয়া হবে নগদ এক লাখ টাকা।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply