নির্মাতা কাজল আরেফিন অমি মানেই ধামাকা। যার প্রমাণ দর্শক পেয়েছে একাধিকবার। এবারের ঈদেও ধামাকা নিয়ে হাজির হচ্ছেন এ নির্মাতা।
‘হোটেল রিলাক্স’ নামের একটি ওয়েব সিরিজ নির্মাণ করেছেন কাজল আরেফিন অমি। ঈদ উপলক্ষে মুক্তি পাচ্ছে এটি। দেশীয় একটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে সিরিজটি।
নির্মাতা জানান, ক্রাইম, থ্রিলার-সাসপেন্স কিংবা নৃশংস গল্প দেখতে দেখতে হাঁপিয়ে ওঠা ওটিটির দর্শকরা এবার পাবে পরিপূর্ণ বিনোদন।
ব্যাচেলর পয়েন্টখ্যাত নির্মাতা কাজল আরেফিন অমি পরিচালিত এই সিরিজটি ঈদে বঙ্গ অ্যাপে মুক্তি পাবে।
‘হোটেল রিলাক্স’র ফার্স্ট লুক প্রকাশ হয়েছে সম্প্রতি। তাতে পূর্ণিমা, পলাশ, মিশু সাব্বির, পাভেল, পারসা ইভানা, মারজুক রাসেল, শরাফ আহমেদ জীবন, চাষী আলক, শিমুল শর্মা, শিবলু, বাচ্চু, লামিমাকে দেখা গেছে। প্রত্যেকে আলাদা চরিত্রে ভর করে হাজির হওয়া পোস্টারটি প্রকাশের পরেই নজর কেড়েছে। যা আগ্রহ বাড়িয়ে নেটিজনদের।
অমি পরিচালিত প্রথম ওয়েব সিরিজ এটি। ‘হোটেল রিলাক্স’ প্রসঙ্গে নির্মাতা বলেন, কাজটির জন্য দীর্ঘদিন ধরে প্রস্তুতি নিয়েছি। পুরোপুরি ফিল্মি এফোর্ড দিয়ে বানিয়েছি। কোনো কম্প্রোমাইজ করিনি। তাই দর্শকদের বোরিং লাগার সুযোগ নেই।
অমি আরও বলেন, অবশ্যই কাজটি বিনোদনধর্মী। আমি সেই দর্শকদের ভরপুর বিনোদন দিতে চাই। আমাদের দর্শক নিয়মিত থ্রিলারসহ অনেক গল্পের ওয়েব সিরিজ দেখেছেন, তবে আমি যেটা বানাতে চাই, হয়তো এই ধরনের গল্প আগে দেখেনি।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply