ফারুক হোসেন ফুলছড়ি (গাইবান্ধা)প্রতিনিধিঃ গাইবান্ধার ফুলছড়িতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় সুবর্ণজয়ন্তী ও মহান বিজয় দিবস পালিত হয়েছে। সূর্যোদয়ের সাথে সাথে মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে ফুলছড়ি উপজেলা পরিষদ চত্বরে ৫০ বার তোপধ্বনি ও স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের পক্ষে পুষ্পার্ঘ্য অর্পণের পর উপজেলা পরিষদের পক্ষে পুষ্পার্ঘ্য অর্পণ করেন উপজেলা চেয়ারম্যান জিএম সেলিম পারভেজ, উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আলাউদ্দিন। এ ছাড়া উপজেলা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গসংগঠন ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।
সকাল সাড়ে ৮টায় উপজেলা হেলিপ্যাড মাঠে উপজেলা পরিষদ চেয়ারম্যান জিএম সেলিম পারভেজ কর্তৃক আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কুচকাওয়াজের উদ্বোধন করা হয়। কুচকাওয়াজে বাংলাদেশ পুলিশ, আনসার, স্কাউটসসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান অংশ নেয়। পরে একই মাঠে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়।
ফুলছড়ি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আলাউদ্দিনের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান জিএম সেলিম পারভেজ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আঞ্জুমনোয়ারা বেগম মেরী, ফুলছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) কাওছার আলী, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হাবিবুর রহমান, মুক্তিযোদ্ধা সৈয়দ বেলাল হোসেন ইউসুফ, আব্দুল বাছেদ সরকার, ইব্রাহীম মিয়া, ছাত্রলীগ নেতা মামুন মিয়া প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা শিক্ষা অফিসার এসএম কামরুজ্জামান ও পল্লী উন্নয়ন অফিসার সোহেল রানা। বিকেলে হ্যালিপ্যাড চত্বরে প্রধানমন্ত্রী কর্তৃক শপথ অনুষ্ঠানে অংশগ্রহন করেন বীরমুক্তিযোদ্ধা, সরকারী- বেসরকারি চাকুরীজীবী, জনপ্রতিনিধি, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, শিক্ষক, শিক্ষার্থী, কৃষক, শ্রমিকসহ বিভিন্ন শ্রেণি পেশার শত শত মানুষ।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply