বৃষ্টির পর মাঠে গড়াল খেলা। আর খেলা গড়াতেই লিটন দাসের ব্যাটে সাইক্লোন জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। মাত্র ১৮ বলে অর্ধশতক পূর্ণ করে বাংলাদেশের পক্ষে দ্রুততম অর্ধশতকের রেকর্ড গড়লেন লিটন।
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বুধবার (২৯ মার্চ) দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস হেরে ব্যাট করছে বাংলাদেশ। বৃষ্টির কারণে ১ ঘণ্টা ৪০ মিনিট পরে শুরু হওয়া ম্যাচের দৈর্ঘ কমে নেমে এসেছে ১৭ ওভারে। তাই শুরু থেকেই চালিয়ে খেলছেন দুই ওপেনার লিটন দাস ও রনি তালুকদার। মাত্র ৩.৩ ওভারে দলীয় অর্ধশতক পূর্ণ করে বাংলাদেশ। ব্যাটটাকে খাপছাড়া তরবারিতে পরিণত করে বেশি চড়াও হন লিটন। মাত্র ১৮ বলে ৫ চার ও ৩ ছয়ে অর্ধশতক পূর্ণ করেন এই উইকেটকিপার ব্যাটার।
রেকর্ড গড়ার পথে লিটন ভেঙেছেন মোহাম্মদ আশরাফুলের ষোলো বছর পুরনো রেকর্ড। ২০০৭ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাত্র ২০ বলে অর্ধশতক হাঁকিয়েছিলেন আশরাফুল। লিটন দুই বল কম খেলেই পেয়ে গেলেন অর্ধশতক।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply