সিরিজ জয়ের মিশনে শেষ ওয়ানডেতে মুখোমুখি হবে আয়ারল্যান্ড ও বাংলাদেশ। আইরিশদের বিপক্ষে জয়ের সঙ্গে সঙ্গে বিশ্বকাপ প্রস্তুতিকেও গুরুত্ব দিচ্ছে টাইগাররা, জানিয়েছেন পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে বৃহস্পতিবার (২৩ নার্চ) খেলা মাঠে গড়াবে দুপুর ২টা ৩০ মিনিটে।
বৃষ্টিস্নাত সিলেটে আবহাওয়াটা বড় ভাবনার বিষয়। যার কারণে বদলে যায় উইকেটের চরিত্রও। তবে বৃষ্টির কারণে উইকেট পরিবর্তন হোক আর না হোক টাইগাররা নিজেদের পরিকল্পনায় অটুট।
বৃষ্টিতে ভেসে না গেলে সিরিজ জিতে নির্ভার থাকতে পারত বাংলাদেশ। সেটা না হলেও, দলের ধারাবাহিকতায় আস্থা আছে কোচিং স্টাফের। পার্টনারশিপ আরও বড় করে চারশ’র আশপাশে রান তোলার লক্ষ্য এখন টাইগারদের।
টাইগারদের পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড বলেন, ‘পার্টনারশিপগুলো বড় হলে ৪০০ রান করা সম্ভব হতো। বেশকিছু ইনিংস ৭০ এর ঘরে থেমেছে। প্রথম ম্যাচে ৯০ এর ঘরে আউট হয়েছেন দুজন। এখানে উন্নতির জায়গা আছে। তৃতীয় ম্যাচে আরও বেশি রান করা সম্ভব। দল হিসেবে আমরা ভালো করছি, তবে ধারাবাহিকতা থাকাটা জরুরি।’
সাম্প্রতিক সময়ে তাসকিন, হাসান মাহমুদ, এবাদতের পারফরম্যান্স প্রশংসিত হয়েছে। সিলেটের উইকেটেও দুর্দান্ত তারা। এই ধারাবাহিকতাই এখন প্রত্যাশা তাদের কাছে। শিষ্যের সাফল্য গর্বিত করে গুরুকে।
ডোনাল্ড বলেন, ‘এবাদত অনেক উন্নতি করেছে। ও সবসময় ম্যাচের মধ্যে থাকে। ভয় পায় না। প্রত্যেকটা বল উইকেটের নেশায় থাকে। পেসাররা এখন একটা ইউনিট হিসেবে খেলে। এ উইকেটে ভালো বল করতে পারলে সামনে আরও সাফল্য পাবে ওরা।’
দলের বিশ্বকাপ ভাবনা পরিষ্কার। আরও একবার বুঝিয়ে দিলেন বোলিং কোচ। আসন্ন বিশ্বকাপে স্বপ্নটা বড় টাইগারদের, ‘আমরা এখন থেকে বিশ্বকাপ নিয়ে ভাবছি। প্রতিটি ম্যাচই আমাদের কাছে গুরুত্বপূর্ণ। যে ইনটেন্টে খেলছি সেটা বিশ্বকাপ পর্যন্ত ধরে রাখতে হবে। সিলেটের উইকেটটা দারুণ, ইংল্যান্ডে যখন খেলতে যাব, এমন উইকেটই থাকবে। ভারতের উইকেটও হয়তো এমনই হবে। ডেথ ওভার বোলিংয়ে আমরা কীভাবে নিয়ন্ত্রণ বাড়াতে পারি সেটা নিয়ে কাজ করছি।
ম্যাচের আগে শেষ অনুশীলনে আসেননি মুশফিক ও সাকিব। বাকিরা ঝালিয়ে নিয়েছেন নিজেদের। বাংলাদেশ একাদশে একটা পরিবর্তন আসতে পারে। মিরাজ ফিরেছেন ইনজুরি কাটিয়ে।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply