অনলাইনে কনটেন্ট বানানোর পাশাপাশি এখন নানা কারণেই আলোচিত হিরো আলম। সম্প্রতি বগুড়ার উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে আলোচিত তিনি। দেশে গণ্ডি পেরিয়ে এবার বিদেশের মাটিতে পা রাখতে যাচ্ছেন হিরো আলম।
একটি জুয়েলারি দোকান উদ্বোধন করতে দুবাই যাচ্ছেন বলে শুক্রবার (১০ মার্চ) সন্ধ্যার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় জানিয়েছেন হিরো আলম।
এতে তিনি বলেন, আমার খুবই একজন আপন, আমাকে খুব আদর করে ভালোবাসে- আরাফ ভাই। আপনারা সবাই জানেন আগামী ১৫ মার্চ আরাফ জুয়েলারির শুভ উদ্বোধন। আর এই উদ্বোধনে বাংলাদেশ থেকে, ভারত থেকে এবং বিভিন্ন জায়গা থেকে বড় বড় স্টারদের নিয়ে আরাফ ভাই এই জুয়েলারি শপ উদ্বোধন করছে।
দুবাইয়ের হিন প্লাজায় এই সোনার দোকান উদ্বোধন নিয়ে বেশ উচ্ছ্বসিত হিরো আলম। তিনি বলেন, এই উদ্বোধনে আপনাদের হিরো আলম আসছে দুবাই। দেখা হবে কথা হবে, মাস্তি হবে।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply