নিজস্ব প্রতিনিধিঃ গাইবান্ধা সদর উপজেলার তুলসীঘাটে আজ বৃহস্পতিবার শুরু হবে চার দিনব্যাপী গ্লোবাল ভিলেজ বইমেলা। মেলা চলবে ১২ মার্চ পর্যন্ত।
আমেরিকা প্রবাসী কবি বিমল সরকারের উদ্যোগে মেলা অনুষ্ঠিত হবে। বিমল সরকার সাহিত্য সম্ভার ও পাঠাগারের আয়োজন করেছে।
মেলায় বাংলা একাডেমি, বিশ্ব সাহিত্য কেন্দ্রসহ কমপক্ষে ৪০টি প্রকাশনী সংস্থার স্টল স্থান পাবে। মেলা মঞ্চে ও প্রাঙ্গণে প্রতিদিন মুক্তিযুদ্ধের আলোকচিত্র প্রদর্শনী, গান, কবিতা পাঠ ও আবৃত্তি, নৃত্য, নাটিকা এবং আলোচনা অনুষ্ঠিত হবে।
এছাড়া মেলায় কবি বিমল সরকারের নবম কবিতার বই ‘নিজের মুখোমুখি’র মোড়ক উন্মোচন হবে।
গতকাল বুধবার গাইবান্ধা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে আয়োজক কমিটির পক্ষ থেকে লিখিত বক্তব্যে এসব তথ্য জানানো হয়।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply