নিজস্ব প্রতিনিধিঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং ও ইন্স্যুরেন্স বিভাগে উদযাপিত হলো জাতীয় বীমা দিবস- ২০২৩। গত ১ মার্চ (বুধবার) দিবসটি উপলক্ষ্যে একটি বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়।
র্যালিতে ব্যাংকিং ও ইন্স্যুরেন্স বিভাগের শিক্ষক এবং শিক্ষার্থীরা ছাড়াও আরো অংশ নেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. হেলাল নিজামী। র্যালীতে শিক্ষার্থীরা বীমার প্রয়োজনীয়তা বিষয়ক বিভিন্ন প্ল্যাকার্ড উপস্থাপন করেন।
এসব বিষয়ে ব্যাংকিং ও ইন্স্যুরেন্স বিভাগের সভাপতি তাসলীমা আক্তার বলেন, “বর্তমানে জীবন ও জীবীকার সুরক্ষার ক্ষেত্রে বীমার কোনো বিকল্প নেই। আর এ বিষয়ে সবার মাঝে সচেতনতা ছড়িয়ে দিতেই আমাদের এ কার্যক্রম। আশা করি আগামীতে বাংলাদেশের বীমা ব্যবসায় আরো সম্প্রসারিত হয়ে দেশের উন্নয়নে ভূমিকা রাখবে।”
এছাড়া ব্যাংকিং ও ইন্স্যুরেন্স বিভাগের সহকারী অধ্যাপক মো: আবু বক্কর সিদ্দিক বলেন, “দেশের অর্থনৈতিক খাতকে আরো সুদৃঢ় করতে বীমা তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করে। কারণ এটি একদিকে যেমন ব্যক্তি ও প্রতিষ্ঠানের ঝুঁকি হ্রাসে সাহায্য করে, অন্যদিকে এর মাধ্যমে দেশ প্রচুর পরিমাণ রাজস্ব আদায় করতে পারে। আশা করি আগামীতে বীমা সম্পর্কে মানুষের মাঝে সচেতনতা আরো বৃদ্ধি পাবে।”
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply