মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫, ০৫:২৫ পূর্বাহ্ন

‘রক অ্যান্ড রিদম ২.০’ কনসার্ট ৯ মার্চ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩

এডভেন্টর কমিউনিকেশনসের উদ্যোগে ৯ মার্চ চলতি বছরের এখন পর্যন্ত সবচেয়ে বড় কনসার্ট ‘রক অ্যান্ড রিদম ২.০’ অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (২ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এডভেন্টর কমিউনিকেশনস জানিয়েছে, আকর্ষণ বাড়াতে কনসার্টে বাংলাদেশের তরুণ সমাজের প্রিয়সব শিল্পী এবং সংগীতকার থাকবেন।

দেশসেরা ব্যান্ডদল অ্যাশেজ, মেঘদল, সোনার বাংলা সার্কাস, আফটারম্যাথ, হাইওয়ে, অড সিগনেচার ও স্মুচেস এ প্রোগ্রামে অংশ নেবে।

এ ছাড়া এই প্রোগ্রামের মূল আকর্ষণ হিসেবে সবার প্রিয় পপাই বাংলাদেশ প্রথমবারের মতো বাংলাদেশে লাইভ পারফর্ম করবে। এই লাইভ কনসার্টটি হবে ঢাকার সবচেয়ে স্বনামধন্য সংগীত ভেন্যু আইসিসিবি হল-৪-এ।

বাংলাদেশের তরুণ সমাজের আকর্ষণ যেখানে অনেকটা পশ্চিমা বিশ্বের দিকে ঝুঁকে পড়ার পথে, সেখানে ৯ মার্চের এই কনসার্ট দেশের তরুণদের বাংলা ভাষার এবং বাংলা ভাষার সংগীতের দিকে উৎসাহিত করবে। বাঙালি সংস্কৃতি বিদেশি সংস্কৃতির সঙ্গে পায়ে পা মিলিয়ে এগিয়ে যাচ্ছে। কিন্তু দেশে বড় ধরনের সংগীত অনুষ্ঠান আয়োজন এতটা হয় না। বাঙালি সংস্কৃতিকে তুলে ধরার এই লক্ষ্যেই ‘রক অ্যান্ড রিদম ২.০’ কনসার্ট নিয়ে আসছে এডভেন্টর কমিউনিকেশনস।

অ্যাশেজ, মেঘদল, সোনার বাংলা সার্কাস, আফটারম্যাথ, হাইওয়ে, অড সিগনেচার, স্মুচেস এবং পপাই বাংলাদেশ তাদের শ্রোতাদের উপহার দেবে তাদের তৈরিসব জনপ্রিয় গান। পাশাপাশি দেশীয় এই শিল্পীদের বিভিন্ন অজানা গানও কনসার্টে উপহার হিসেবে থাকবে, যা হয়তো এখনও সামাজিক যোগাযোগমাধ্যমের কোনো জায়গায়ই শিল্পীরা প্রকাশ করেননি। প্রতিটি ব্যান্ডই ‘রক অ্যান্ড রিদম ২.০’-এ শ্রোতাদের নতুন এবং রুচিশীল সংগীত উপহার দেবে।

এডভেন্টর কমিউনিকেশন্স দীর্ঘ দুই বছর ধরে বাংলাদেশের স্বনামধন্য ব্যান্ডদল নিয়ে কাজ করে যাচ্ছে। কনসার্ট আয়োজন ছাড়াও এডভেন্টর কমিউনিকেশনস ইভেন্ট অর্গানাইজিং, থ্রি সিক্সটি মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, প্রোডাকশান হাউজ নিয়ে কাজ করে থাকে। এই প্রতিষ্ঠানটি সুনামের সঙ্গে প্রতিটি ক্ষেত্রে কাজ করে যাচ্ছে। বর্তমানে এই প্রতিষ্ঠানে প্রায় ৫০ জনের বেশি মেধাবী কর্মী কাজ করছে।

গত বছর ‘রক অ্যান্ড রিদম’ কনসার্টটি বেশ সফলভাবে আয়োজিত হয়েছিল আইসিসিবি এক্সপো জোনে। এই কনসার্টে একত্রিত হয়েছিল প্রায় ১৪ হাজার সংগীতপ্রেমী। গত বছরের কনসার্টে ১১টি ব্যান্ডদল যোগ দিয়েছিল। আগের বছরের অনুপ্রেরণায় আরও বড় পরিসরে এবারের ‘রক অ্যান্ড রিদম ২.০’ আয়োজিত হচ্ছে।

‘রক অ্যান্ড রিদম’-এর পর ‘রক অ্যান্ড রিদম ২.০’ হতে যাচ্ছে তরুণদের শিল্প প্রেমের উন্মাদনার আকাঙ্ক্ষা পূরণের নতুন উদ্যম। এ কনসার্টের অনন্য আকর্ষণ হতে যাচ্ছে পপাই বাংলাদেশ। কারণ, পপাই বাংলাদেশ এর আগে সরাসরি কোনো কনসার্টে সংগীত প্রদর্শন করেনি। এবারই ‘প্রথম রক অ্যান্ড রিদম ২.০’-তে তরুণ সমাজকে বাংলা গানের উন্মাদনা দিতে আসছে পপাই বাংলাদেশ। আন্তর্জাতিক সব মানদণ্ড বজায় রাখতে কনসার্টে সর্বোচ্চ উপভোগ করার উদ্দেশ্যে থাকছে দেশের সবচেয়ে উন্নত মানের মিউজিক সিস্টেম এবং লাইটিং সিস্টেম।

কনসার্টটির অতি জনপ্রিয়তার কারণে খুবই তাড়াতাড়ি টিকিট শেষ হয়ে যাচ্ছে। তাই আজই www.getsetrock.com ওয়েবসাইটে থেকে টিকিট সংগ্রহ করুন। বিস্তারিত তথ্যের জন্যে ভিজিট করুন Adventor Communications -এর অফিশিয়াল ফেসবুক পেজ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2025 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS