হবিগঞ্জ জেলা প্রতিনিধি: কর্তব্যের তরে, করে গেলে যাঁরা, আত্নবলিদান- প্রতিক্ষণে স্মরি, রাখিব ধরি, তোমাদের সম্মান। এই স্লোগানকে সামনে রেখে যথাযোগ্য মর্যাদায় হবিগঞ্জ জেলায় পালিত হয়েছে “পুলিশ মেমোরিয়াল ডে-২০২৩ হবিগঞ্জ জেলা পুলিশ লাইন্সে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা বিধান, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও জনগণের জানমাল রক্ষাকালে কর্তব্যরত অবস্থায় আত্মত্যাগকারী পুলিশ সদস্যদের বিনম্র শ্রদ্ধায় দিবসটি স্মরণ করে হবিগঞ্জ জেলা পুলিশ, এ দিবস উপলক্ষে বুধবার (১মার্চ) সকাল ১০টায় হবিগঞ্জ পুলিশ লাইন্সে অবস্থিত পুলিশ স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ ও এক মিনিট নীরবতা পালনসহ নিহত পুলিশ সদস্যদের রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়। এরপর হবিগঞ্জ পুলিশ লাইন্স ড্রিল শেডে এক আলোচনা ও স্মরণসভার আয়োজন করা হয়। আলোচনা সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শৈলেন চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলার পুলিশ সুপার এস এম মুরাদ আলি।
নিহত পুলিশ সদস্যদের পরিবারবর্গের হাতে সম্মাননা স্মারক ও উপহার সামগ্রী তোলে দিচ্ছেন পুলিশ সুপার এসএম মুরাদ আলি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার (পিবিআই) মোঃ আল মামুন শিকদার, কমান্ড্যান্ট (পুলিশ সুপার), ইনসার্ভিস ট্রেনিং সেন্টার মোঃ আব্দুল হান্নান। স্মরণ সভায় হবিগঞ্জ জেলার পুলিশ সুপার বলেন, দেশের অভ্যন্তরীন আইন শৃঙ্খলা রক্ষা ও আইনের শাসন প্রতিষ্ঠায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছে বাংলাদেশ পুলিশ। দায়িত্ব পালন করতে গিয়ে প্রতিবছর বহু সংখ্যক পুলিশ সদস্য নিহত হন। তাদের পূণ্য স্মৃতির উদ্দেশ্যে ২০১৭ সাল থেকে প্রতিবছর মার্চ মাসের ১ তারিখ ‘পুলিশ মেমোরিয়াল ডে’ পালন করা হয়। হবিগঞ্জ জেলা পুলিশও যথাযথ মর্যাদায় দিবসটি পালন করে থাকে।
এ সময় পুলিশ সুপার মহোদয় কর্তব্যরত অবস্থায় নিহত পুলিশ সদস্যদের পরিবারবর্গের হাতে সম্মাননা স্মারক ও উপহার সামগ্রী তোলে দেন। এ ছাড়া উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল) পলাশ রঞ্জন দে,অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ খলিলুর রহমান, সহকারী পুলিশ সুপার (বাহুবল সার্কেল) আবুল খয়ের, সিনিয়র সহকারী পুলিশ সুপার নির্মলেন্দু চক্রবর্তী (মাধবপুর-সার্কেল) জেলা পুলিশের বিভিন্ন পদবীর অফিসার ও ফোর্সগণ।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply