সোমবার, ০৪ অগাস্ট ২০২৫, ১০:১০ অপরাহ্ন

কানাডা: আইনি জটিলতায় নূরকে ফেরত পাঠানো যাচ্ছে না

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৩

আইনি বাধ্যবাধকতার কারণে বঙ্গবন্ধুর খুনি নূর চৌধুরীকে ঢাকায় ফেরত পাঠাতে রাজনৈতিক হস্তক্ষেপ করতে পারছে না কানাডা সরকার। এমনটাই জানিয়েছেন দেশটির আন্তর্জাতিক উন্নয়নমন্ত্রী হারজিৎ এস সাজ্জান।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে কানাডার আন্তর্জাতিক উন্নয়নমন্ত্রী হারজিৎ এস সাজ্জান সাক্ষাৎ করেন। পরে তারা যৌথ প্রেস ব্রিফিং করেন।

পাঁচ দিনের সফরের প্রথম দিন দ্বিপাক্ষিক বৈঠক শেষে যৌথ ব্রিফিংয়ে রোহিঙ্গা অর্থায়ন বাড়ানোর ঘোষণা দেন হারজিৎ।

১৯৭৫ সালের ১৫ আগস্ট দেশের ইতিহাসে নৃশংস হত্যাকাণ্ডের শিকার হন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের অধিকাংশ সদস্য। দীর্ঘ বিচারপ্রক্রিয়ায় ছয় খুনির ফাঁসির রায় কার্যকর হলেও এখনও অধরা আত্মস্বীকৃত পাঁচ খুনি। তাদের মধ্যে কানাডায় পলাতক নূর চৌধুরী।

কূটনৈতিকভাবে এবং দেশটির সরকারপ্রধানের কাছেও বঙ্গবন্ধুর খুনিকে ফিরিয়ে দেয়ার আহ্বান জানিয়ে আসছে ঢাকা।

ঢাকায় সফররত কানাডার আন্তর্জাতিক উন্নয়নমন্ত্রী হারজিৎ এস সাজ্জান ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নিলে আবারও উঠে আসে নূর চৌধুরীকে ফেরত দেয়ার প্রসঙ্গটিও।

গণমাধ্যমের মুখোমুখি হয়ে কানাডার মন্ত্রী জানান, আইনি প্রক্রিয়ার অন্তর্ভুক্ত হওয়ায় দেশটির সরকারের রাজনৈতিক হস্তক্ষেপের সুযোগ নেই।

দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর বাংলাদেশ সফর সম্পর্কে হারজিৎ সাজ্জান বলেন, ব্যক্তিগতভাবে তার প্রধানমন্ত্রীকে ঢাকার আমন্ত্রণ পৌঁছে দেবেন। তিনি (ট্রুডো) বিষয়টি মনে রেখেছেন। তিনি তার বাবার সঙ্গে বাংলাদেশে ভ্রমণের কথা সবসময় স্মরণ করেন। আমি জানি, সুযোগ হলে তিনি এখানে সত্যিই আসতে চাইবেন।’

বৈঠকে রোহিঙ্গা ইস্যুতে আর্থিক সহযোগিতা বাড়ানোর পাশাপাশি আন্তর্জাতিক চাপ তৈরিতে কাজ করবে কানাডা বলেও জানান তিনি।

পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন জানান, উচ্চশিক্ষার জন্য শিক্ষার্থীদের ভিসাপ্রক্রিয়ার দীর্ঘসূত্রতা কমানো এবং স্বল্পোন্নত দেশ থেকে উত্তোরণের পর জিএসপি সুবিধা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছে দেশটি।

পাঁচ দিনের রাষ্ট্রীয় সফর শেষে বৃহস্পতিবার ঢাকা ছাড়বেন কানাডার আন্তর্জাতিক উন্নয়নমন্ত্রী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2025 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS