সোমবার, ০৪ অগাস্ট ২০২৫, ১০:৩৫ অপরাহ্ন

শেখ কামাল যুব গেমস উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : রবিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৩

দীর্ঘ অপেক্ষার পালা শেষ। চার হাজার অ্যাথলিটের কলকাকলিতে এবার মাতবে রাজধানীর আর্মি স্টেডিয়াম। জানুয়ারি থেকে শুরু হওয়া জেলা-উপজেলা পর্যায় শেষে এবার শেখ কামাল যুব গেমসের চূড়ান্ত পর্বের পর্দা উঠল অবশেষে।

রোববার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর আর্মি স্টেডিয়ামে গেমসের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিশ্বব্যাপী আর্থিক মন্দার কারণে সবকিছুতেই কৃচ্ছ্রসাধনের সিদ্ধান্ত নিলেও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) আয়োজনের জাঁকজমকতায় কোনো কমতি রাখেনি।

বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে আর্মি স্টেডিয়ামে হচ্ছে এবারের উদ্বোধনী অনুষ্ঠান। যেখানে সন্ধ্যা ৭টায় উপস্থিত হয়ে গেমসের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে আমন্ত্রিত অতিথি এবং দর্শকের জন্য স্টেডিয়ামের গেট খোলা হয় বিকেল ৫টায়।

উদ্বোধনের পর সেনানিবাস থেকে যুব গেমসের মশাল নিয়ে স্টেডিয়ামে আসবেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত সাইকলিস্ট ফারহানা সুলতানা শিলা এবং ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত সাঁতারু সেলিম মিয়া। পরে তাদের হাত থেকে নিয়ে সেই মশাল বহন করে গেমস মশাল জ্বালাবেন এশিয়ান ইনডোর গেমসের স্বর্ণপদকজয়ী স্প্রিন্টার ইমরানুর রহমান এবং সাউথ এশিয়ান গেমসের স্বর্ণজয়ী কারাতেকা মারজান আক্তার। অ্যাথলিটদের গেমস শপথ পাঠ করানোর কথা রয়েছে দ্রুততম মানবী শিরিন আক্তারের। প্যারেডেও অংশ নেবেন অ্যাথলিটরা।

বিশ্বব্যাপী আর্থিক মন্দার কারণে এবারের উদ্বোধনী আয়োজনে নেই খুব বেশি জাঁকজমক। দেশীয় সংস্কৃতিকে মাথায় রেখে সাজানো হয়েছে পুরো আয়োজন।

এদিকে গেমসের মশাল বহনের সুযোগ পেয়ে উচ্ছ্বসিত ইমরানুর। আশা করেন, এ গেমস থেকে উঠে আসবে আগামীর তারকা অ্যাথলিট।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2025 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS